zubeen garg record

মাইকেল জ্যাকসন, রানি এলিজ়াবেথের মতো জনপ্রিয়তা জ়ুবিনের, মৃত্যুর পর গড়লেন কোন নজির?

গোটা বিশ্বে মোট চার জন শিল্পীর শেষযাত্রায় এমন জনসমুদ্র দেখা গিয়েছিল। জ়ুবিন তাঁদের মধ্যে অন্যতম। মৃত্যুর পর বিশ্বরেকর্ড গড়লেন জ়ুবিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৬
(বাঁ দিক থেকে) মাইকেল জ্যাকসন, এলিজ়াবেথ দ্বিতীয়, জ়ুবিন গার্গ।

(বাঁ দিক থেকে) মাইকেল জ্যাকসন, এলিজ়াবেথ দ্বিতীয়, জ়ুবিন গার্গ। ছবি: সংগৃহীত।

তিনি অসমের ‘জনতার তারকা’। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রয়াত গায়ক জ়ুবিন গার্গ। মঙ্গলবার শেষকৃত্য তারকার। যদিও ২০ তারিখে গায়কের কফিনবন্দি দেহ অসমে ফিরতেই রাস্তায় যেন জনজোয়ার। গোটা বিশ্বে মোট চার জন শিল্পীর শেষযাত্রায় এমন জনসমুদ্র দেখা গিয়েছিল। জ়ুবিন তাঁদের মধ্যে অন্যতম। মৃত্যুর পর বিশ্বরেকর্ড গড়লেন জ়ুবিন।

Advertisement

প্রিয় তারকাকে শেষ বারের মতো চোখের দেখা দেখতে রবিবার থেকেই অসমের পথে নেমেছে লাখ লাখ মানুষ। সেই অনুরাগীর সংখ্যাতেই নজির গড়েছে জ়ুবিনের শেষযাত্রা। তালিকায় সবার উপরে রয়েছেন মাইকেল জ্যাকসন, দ্বিতীয় নম্বরে রয়েছেন পোপ ফ্রান্সিস, তিন নম্বরে রয়েছে ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়। চতুর্থ নম্বরে ভারতের জ়ুবিন। প্রিয় গায়ককে শেষবিদায় জানাতে রাস্তায় নেমেছিল প্রায় ১৭ লক্ষ মানুষ। ভারতের বুকে এর আগে কোনও তারকার জন্য এমন বিপুলসংখ্যায় মানুষ নেমেছে বলে নজির নেই। যদিও উত্তমকুমারের মৃত্যুর সময় কলকাতার রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ। রবীন্দ্রনাথের প্রয়াণের সময়েও এমনই জনসমুদ্র দেখেছিল ভারতবাসী। তবে পরিসংখ্যান অধরা।

জ়ুবিন গার্গের আকস্মিত মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। অসমে শোকের আবহ। প্রয়াত গায়ককে শেষ দেখা দেখতে ভিড় উপচে পড়েছিল গায়কের কাহিলপারার বাড়িতে। গায়কের স্মৃতিতে তাঁর পায়ের ছাপ তুলে রাখলেন শিল্পী দিগন্ত ভারতী। গায়ককে সম্মান জানাতে মোম দিয়ে তৈরি করা হয়েছে গায়কের পাদুকা।

Advertisement
আরও পড়ুন