New Heroine Of Bengali New Mega

কম্পিউটার সায়েন্সের ছাত্রী এ বার ছোটপর্দার নায়িকা! ‘রাজনীতি’তেও যোগ দেবেন, জানেন কে তিনি?

আনন্দবাজার ডট কম-এর কাছে খবর, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের আগামী ধারাবাহিক দিয়ে অভিনয়দুনিয়ায় পা রাখছেন নতুন নায়িকা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১০
নতুন নায়িকা সম্পূর্ণা রক্ষিত।

নতুন নায়িকা সম্পূর্ণা রক্ষিত। বিপরীতে নায়ক কে?

কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি। বি-টেক পড়েছেন। বিরাটির মেয়ে সম্পূর্ণা রক্ষিত অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন ধারাবাহিকের নতুন নায়িকা।

Advertisement

খবর প্রকাশ্যে আসতেই সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার স্নিগ্ধা বসুর সঙ্গে। তিনি খবরের সত্যতা স্বীকার করেছেন।

ধারাবাহিকের নাম এখনও ঠিক হয়নি। এই ধারাবাহিক নিয়ে ছোটপর্দায় ফিরছেন রাহুল মজুমদার। তিনি যে ছোটপর্দায় শীঘ্রই ফিরবেন, এ খবরও আগেই জানিয়েছিল আনন্দবাজার ডট কম। জানা গিয়েছে, মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি রাজনৈতিক পটভূমিকাও দেখানো হবে ধারাবাহিকে। এক রাজনৈতিক নেতার মেয়ে সম্পূর্ণা। তার বাবার সহকারী রাহুল। সেই সূত্রেই বন্ধুত্ব রাহুল-সম্পূর্ণার। বন্ধুত্ব ক্রমশ পরিণতি পাবে প্রেমে।

রাহুলকে ছোটপর্দায় শেষ দেখা গিয়েছে ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য়। তাঁর যোগদানের মাত্র তিন মাসের মাথায় ধারাবাহিকটি শেষ হয়ে যায়। এই ঘটনায় সাময়িক মনখারাপ হয়েছিল রাহুলের। এর আগে রাহুলকে দেখা গিয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’, ‘খুকুমণি হোম ডেলিভারি’তে। এই দুই ধারাবাহিকেই তাঁর বিপরীতে অভিনয়ের মাধ্যমে বিনোদনদুনিয়ায় পা রাখেন যথাক্রমে শুভস্মিতা মুখোপাধ্যায়, দীপান্বিতা রক্ষিত। তাঁরা এখন জনপ্রিয় মুখ।

Advertisement
আরও পড়ুন