Pahalgam Terror Attack

‘ইসলামের শিক্ষা তেমন নয়’ পহেলগাঁও জঙ্গি হামলার পর কী লিখলেন আলি গোনি, হিনা খানরা?

এই ঘটনার পর ইসলামের শিক্ষা নিয়ে মন্তব্য করেছেন কাশ্মীরের বাসিন্দা অভিনেতা আলি গোনি। কী বললেন কাশ্মীরি অভিনেত্রী হিনা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৮:১৭
পহেলগাঁওয়ের ঘটনার পর গর্জে উঠলেন হিনা-আলিরা।

পহেলগাঁওয়ের ঘটনার পর গর্জে উঠলেন হিনা-আলিরা। ছবি: সংগৃহীত।

কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনায় রাগে ফুঁসছে গোটা দেশ। প্রাণ হারিয়েছেন সাধারণ পর্যটকেরা। ধর্মবিচার করে নাকি খুন করা হয়েছে পর্যটকদের। মঙ্গলবার পর্যটকপূর্ণ বৈসরন উপত্যকায় যে ঘটনা ঘটছে তাঁর নিন্দা দেশ জুড়ে। এমন সময় কাশ্মীরেই রয়েছেন অভিনেত্রী হিনা খান। এই ঘটনার পর ইসলামের শিক্ষা নিয়ে মন্তব্য করেছেন কাশ্মীরের বাসিন্দা অভিনেতা আলি গোনি।

Advertisement

স্তন ক্যানসারে আক্রান্ত হিনা। দীর্ঘ এক বছর ধরে চিকিৎসা চলছে তাঁর। এখন অনেকটাই সুস্থতার দিকে। এমনিতেই হিনা কাশ্মীরের মেয়ে, কয়েক দিন ছুটি কাটাতে সেখানে গিয়েছেন। তার পর এমন এক ঘটনায় বিরক্ত হিনা। যদিও তিনি নিরাপদে রয়েছে। হিনা ক্ষোভপ্রকাশ করে লেখেন, ‘‘কেন, কেন, কেন পহেলগাঁও।’’ পাশাপাশি হিনা এমন কঠিন সময়ে সকলকে মানবিক হওয়ার অনুরোধ জানিয়েছেন।

অভিনেতা আলি গোনি লেখেন, ‘‘পহেলগাঁওয়ের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় আমি ভেঙে পড়েছি, একই ভাবে ক্ষুব্ধ। নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া ইসলামি শিক্ষা ও শান্তির পরিপন্থী। আমি নিহতদের পরিবারের সমব্যথী। আমাদের এই ধরনের বর্বরোচিত কাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

Advertisement
আরও পড়ুন