Prabhat Roy Health Updates

ডায়ালিসিস চলছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রভাত রায়, অবস্থার কোনও পরিবর্তন হয়েছে?

শরীর অত্যন্ত দুর্বল। রক্তচাপ কমে গিয়েছিল। তন্দ্রাচ্ছন্ন ভাব কাটেনি। তবু আগের তুলনায় স্থিতিশীল প্রবীণ পরিচালক।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ২০:০২
হাসপাতালের বিছানায় আবেগঘন মুহূর্তে মেয়ে একতা ভট্টাচার্যের সঙ্গে প্রভাত রায়।

হাসপাতালের বিছানায় আবেগঘন মুহূর্তে মেয়ে একতা ভট্টাচার্যের সঙ্গে প্রভাত রায়। ছবি: সংগৃহীত।

আগের তুলনায় স্থিতিশীল প্রভাত রায়। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন প্রবীণ পরিচালক। এ কথা জানিয়ে আনন্দবাজার ডট কমকে পরিচালক-কন্যা একতা ভট্টাচার্য বলেন, “বাবির শরীর অত্যন্ত দুর্বল। রক্তচাপ কমে গিয়েছিল। তন্দ্রাচ্ছন্ন ভাব এখনও পুরোপুরি কাটেনি। তবু আগের তুলনায় ভাল আছে বাবি।” গতকাল যখন তাঁর ‘বাবি’কে নিয়ে বাড়ি ফিরছিলেন তখন হাসপাতাল চত্বরেই অনেক অনুরাগী তাঁকে ঘিরে ধরে খোঁজখবর নেন। প্রবীণ পরিচালক বেশ কয়েক দিন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।বছর তিনেক ধরে অসুস্থ পরিচালক। তাঁর নিয়মিত ডায়ালিসিস চলছে। এ ক্ষেত্রে সংক্রমণের একটা ঝুঁকি থেকেই যায়। সেই সংক্রমণেই সম্প্রতি কাবু হন তিনি।

Advertisement

একতা আরও জানান, ওঁর বয়স যত বাড়ছে ততই কো-মর্বিডিটি বাড়ছে। তিনি বলেন, “বাবির লড়াকু মানসিকতাই ওঁকে ভেঙে পড়তে দেয়নি। আমাকেও ওঁর সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে লড়তে উৎসাহিত করেছে।” সোমবারেই ফের ডায়ালিসিসের জন্য হাসপাতালে আসতে হয়েছে পরিচালককে। এ সপ্তাহে তাঁর মোট তিনটি ডায়ালিসিস হবে বলে জানান পরিচালক-কন্যা।

এ দিকে, প্রভাত রায়ের শারীরিক অবস্থার সামান্য অবনতি ঘটতেই উদ্বিগ্ন বাংলা বিনোদন দুনিয়া। তাঁর হাতে তৈরি বহু শিল্পী পরিচালকের সুস্থতা কামনা করেছেন। সমাজমাধ্যমে, একতার কাছে নিয়মিত খবর রাখার চেষ্টা করছেন অনেকেই।

Advertisement
আরও পড়ুন