Vidya Balan

‘ভালো থেকো’র মিষ্টি আনন্দীই বলি-পাড়ার ‘শেরনী’

বেশ কিছু বছরের বিরতির পরে নতুন অবতারে ফিরছেন অভিনেত্রী বিদ্যা বালন। ইনস্টাগ্রামে বিদ্যা তাঁর আগামী ছবি ‘শেরনীর’ পোস্টার প্রকাশ করলেন সোমবার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মে ২০২১ ২২:০১
 বিদ্যা বালন।

বিদ্যা বালন।

বলিউডে ‘শেরনী’ ফের রুপোলি পর্দায়! বেশ কিছু বছরের বিরতির পরে নতুন অবতারে ফিরছেন অভিনেত্রী বিদ্যা বালন। ইনস্টাগ্রামে বিদ্যা তাঁর আগামী ছবি ‘শেরনীর’ পোস্টার প্রকাশ করলেন সোমবার। লিখেছেন, ‘সে বাইরের দুনিয়ায় পা রাখতে পারে নির্ভয়ে’।


Advertisement

লকডাউনে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ছবিটি। বিদ্যার চরিত্রের নাম ‘শেরনী গিল’, যে এক জন বন-আধিকারিক।
২০২০ সাল থেকেই ‘শেরনী’র শ্যুটিং চলছিল মধ্যপ্রদেশ-সহ দেশের আরও বিভিন্ন জায়গায়। এর আগেও ‘কহানি’ ও ‘তুমহারি সুলু’-তে মহিলা কেন্দ্রিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই দু’টি ছবি তাঁর ঝুলিতে অনেক পুরস্কার এনে দিয়েছে।

বিদ্যা ছাড়াও এই ছবিতে রয়েছেন বিজয় রাজ, ইলা অরুণ প্রমুখ। পরিচালক অমিত মাসুরকারের চতুর্থ ছবি ‘শেরনী’। বিদ্যাকে শেষ দেখা গিয়েছিল ‘শকুন্তলা দেবী’-তে।

Advertisement
আরও পড়ুন