Wamiqa Gabbi on Shah Rukh Khan

‘হাতের শিরা কেটে ফেলব’, শাহরুখকে ‘হুমকি’ দিয়েছিলেন ওয়ামিকা! ঠিক কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

‘বেবি জন’-এর একটি অনুষ্ঠানে শাহরুখকে নিয়ে এসেছিলেন অ্যাটলি। সেই প্রথম শাহরুখকে সামনে থেকে দেখেন ওয়ামিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৫:৩৩
Wamiqa Gabbi said that her first conversation with Shah Rukh Khan was weird

শাহরুখকে দেখে হাতের শিরা কাটতে গিয়েছিলেন ওয়ামিকা? ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের সামনে হাতের শিরা কাটার কথা বলেছিলেন ওয়ামিকা গব্বি। প্রথম সাক্ষাতেই এমন মন্তব্য শুনে ঠিক কী করেছিলেন বলিউডের বাদশাহ? জানালেন অভিনেত্রী নিজেই।

Advertisement

অ্যাটলির পরিচালিত ছবি ‘জওয়ান’-এ অভিনয় করেছিলেন শাহরুখ। এই ছবি বক্স অফিসে আলোড়ন তুলেছিল। এই ছবির পরেই অ্যাটলি ‘বেবি জন’ ছবির প্রযোজনা করেন। ‘বেবি জন’-এর একটি অনুষ্ঠানে শাহরুখকে নিয়ে এসেছিলেন অ্যাটলি। সেই প্রথম শাহরুখকে সামনে থেকে দেখেন ওয়ামিকা। সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, “ওঁর (শাহরুখ) সঙ্গে আমার প্রথম কথোপকথন খুবই অদ্ভুত ছিল। সেই দিন মাত্র ১৫ মিনিটের জন্য শাহরুখ খান এসেছিলেন। আমার সঙ্গে সেই দিন আমার ভাই হার্দিক ছিল। শাহরুখকে দেখে ছবির সেটে সবাই অভিভূত হয়ে গিয়েছিলেন। সকলেই ওঁকে ঘিরে দাঁড়িয়ে ওঁর কথা শুনছিলেন।”

সেই সময়ে শাহরুখের ঠিক পিছনে দাঁড়িয়ে ছিলেন ওয়ামিকা ও তাঁর ভাই। অভিনেত্রী বলেছেন, “আমি আর ভাই নিজেদের মতো কথা বলে চলেছিলাম। তারকার সঙ্গে আমাদের কী ধরনের কথা হতে পারে, তা নিয়ে আমরা কথা বলছিলাম।” ভাইকে ওয়ামিকা জিজ্ঞাসা করেছিলেন, “যদি শাহরুখ আমার সঙ্গে কথা বলতে আসেন, তা হলে আমার কী বলা উচিত?” উত্তরে অভিনেত্রীর ভাই বলেছিলেন, শাহরুখ কথা বলতে এলে হাতের শিরা কাটার কথা বলা উচিত।

কিছুক্ষণ পরেই ওয়ামিকার দিকে কথা বলতে আসেন শাহরুখ। তখনই সেই ‘অদ্ভুত’ ঘটনা ঘটে। ওয়ামিকা বলেন, “বেরিয়ে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। কিন্তু আমি বলে ফেলি, ‘সত্যিই দারুণ লাগল আপনার সঙ্গে দেখা করে। কিন্তু আমার ভাই বলছিল, আমার হাতের শিরা কেটে ফেলা উচিত। কিন্তু আমি সেটা করব না।’’

ওয়ামিকার এই কথা শুনে সবাই চমকে যান। শাহরুখও আর কিছু না বলে বেরিয়ে যা সেখান থেকে। প্রযোজনা সংস্থার সকলেও ওয়ামিকার কাণ্ড দেখে হতভম্ভ হয়ে গিয়েছিলেন সেদিন।

Advertisement
আরও পড়ুন