Jamaisasthi2025

ধর্মীয় আচার না মেনেই বিয়ে করেছেন! তাই কি অভিষেক-শার্লির জামাইষষ্ঠীতে বাধা?

সদ্য বিয়ে করেছেন অভিনেত্রী শার্লি মোদক এবং অভিষেক বসু। আইনি মতে বিয়ে সারেন তাঁরা। হিসেব মতো এটাই তাঁদের প্রথম জামাইষষ্ঠী। কিন্তু সে ভাবে উদ্‌যাপন করবেন না যুগলে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ২০:২৮
কেন জামাইষষ্ঠীতে বাধা শার্লি-অভিষেকের?

কেন জামাইষষ্ঠীতে বাধা শার্লি-অভিষেকের? ছবি: সংগৃহীত।

বিয়ে নিয়ে কি এখনও কোনও ধন্দ রয়েছে অভিষেক-শার্লির মনে! তা-ই কি তাঁরা জামাইষষ্ঠীর উদ্‌যাপনে যোগ দিতে পারছেন না মন থেকে?

Advertisement

প্রথমে তাঁরা জানিয়েছিলেন চলতি বছরে জামাইষষ্ঠী উদ্‌যাপনের সে রকম কোনও পরিকল্পনা নেই। বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী, একেবারেই উদ্‌যাপন করবেন না শার্লি মোদক এবং অভিষেক বসু? আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানালেন, ছুটি পেয়েছেন। ইচ্ছা আছে মা-বাবার কাছে যাওয়ার। কিন্তু সে ভাবে ষষ্ঠীর কোনও অনুষ্ঠান পালন করবেন না তাঁরা।

নেপথ্যে কি রয়েছে অন্য কোনও কারণ? প্রশ্ন উঠতেই আনন্দবাজার ডট কমকে শার্লি বললেন, “সামাজিক মতে আমাদের এখনও বিয়ে হয়নি। সামাজিক বিয়ে না হওয়া পর্যন্ত ষষ্ঠীর কোনও নিয়ম পালন করা হবে না। আমি এবং অভিষেক এ সব একটু মানি। তাই এ বছর নিয়ম কানুন সে ভাবে কিছু পালন হবে না। তবে ইচ্ছা আছে মা-বাবার কাছে যাওয়ার।”

এই মুহূর্তে তাঁরা দু’জনেই ব্যস্ত ধারাবাহিকের শুটিং নিয়ে। অভিষেককে দর্শক দেখছেন ‘ফুলকি’ ধারাবাহিকে। এই ফ্লোরেই প্রথম শার্লির সঙ্গে দেখা নায়কের। যদিও এই কাহিনিতে খলনায়িকার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। পর্দায় তাঁদের সম্পর্ক যতই শাপে-নেউলের হোক না কেন বাস্তবে একে অপরে বুঁদ। তবে এখন শালিনী চরিত্রকে আর সে ভাবে দেখা যাচ্ছে না। বিয়ের পর নতুন চরিত্রে দেখা যাচ্ছে শার্লিকে। ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে শুরু হয়েছে নতুন ট্র্যাক। যেখানে আবারও খল চরিত্রেই তিনি। মধুবনী চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে শার্লি জানান, খলনায়িকার চরিত্রে তাঁর অভিনয় একটু কঠিন মনে হয়। এই চরিত্র সম্পর্কে পুরোটা জানার পর আর লোভ সামলাতে পারেননি।

Advertisement
আরও পড়ুন