Raj Will Direct Rohaan?

দেবের অনুষ্ঠান সঞ্চালনার পরেই রাজের নজরে! বড় শিকে ছিঁড়তে চলেছে ‘ভাসান বাপি’ রোহনের?

টলিউডে গুঞ্জন, বাংলা ছবিতে বড় করে আসছেন তিনি। কী ভাবে দেখা যাবে ছোট পর্দার ‘ভাসান বাপি’কে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৯:২৪
রাজ চক্রবর্তীর পরিচালনায় রোহন ভট্টাচার্য?

রাজ চক্রবর্তীর পরিচালনায় রোহন ভট্টাচার্য? ছবি: ফেসবুক।

একাধিক জনপ্রিয় ধারাবাহিক তাঁর ঝুলিতে। যেমন, ‘ভজ গোবিন্দ’, ‘অপরাজিতা অপু’, ‘তুমি আশেপাশে থাকলে’। ছবিও করেছেন বেশ কয়েকটি। ‘মন শুধু তোকে চায়’, ‘জামাইবরণ’, ‘ব্ল্যাকমেইল’ তার মধ্যে উল্লেখযোগ্য। ২০২৩-এ তিনি ‘বাঘা যতীন’ ছবিতে অন্যতম সহযোগী বিপ্লবীর ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন সমালোচকদের। তবু তিনি বেশি পরিচিত ‘ভাসান বাপি’ হিসাবে। সেখানেও দেবের ছোঁয়া ছিল। স্টার জলসার নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স ডান্স জুনিয়র’-এর সঞ্চালনায় ছিলেন রোহন। ওই নামেই অনুষ্ঠানে ডাকা হত তাঁকে।

Advertisement

‘ভাসান বাপি’ নামেই সম্প্রতি নজরুল মঞ্চে আবার মঞ্চ মাতালেন তিনি। ‘ধূমকেতু’র ট্রেলার-মুক্তি অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তিনি। সেই পর্ব মিটতে না মিটতেই ফের খবরে রোহন। এ বার তিনি রাজ চক্রবর্তীর আগামী ছবির নায়ক।

রোহন সম্প্রতি শেষ করেছেন শৌভিক দে পরিচালিত ‘ব্রহ্মার্জুন’ ছবির শুটিং। এই ছবিতে তিনি ‘অ্যাকশন’ অবতারে। তেমনই ধারার ছবি কি রাজও বানাতে চলেছেন? আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল। অভিনেতাকে ফোনে ধরা যায়নি। একই ভাবে সাড়া দেননি প্রযোজক-পরিচালক রাজও। তবে নতুন কিছু যে আসছে তার আভাস রয়েছে রাজের সমাজমাধ্যমে। আনন্দবাজার ডট কম-কেও তিনি এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নতুন কিছু আনতে চলেছেন। পাশাপাশি, নজরুল মঞ্চে সঞ্চালনার দিন দেখা গিয়েছে, ‘লুক’ পরিবর্তন করেছেন রোহন। পুরুষ্টু গোঁফ রেখেছেন তিনি। তাতে চেহারায় যেন ভারিক্কি ভাব এসেছে।

Advertisement
আরও পড়ুন