Parasakhti

দেশের ইতিহাস বিকৃতি, ইন্দিরা গান্ধীকে নেতিবাচক ভাবে দেখানোর অভিযোগ! ‘পরাশক্তি’-কে নিষিদ্ধ করার ডাক

যুব কংগ্রেসের দাবি, কংগ্রেসকে ঘিরে নানা ইতিহাসকে বিকৃত করেছে এই ছবিটি। ১২ জানুয়ারি যুব কংগ্রেস একটি বিবৃতি জারি করে। তাদের দাবি, অবিলম্বে ‘পরাশক্তি’ ছবির নির্মাতাদের ক্ষমা চাইতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:৪৩
ইন্দিরা গান্ধীকে নেতিবাচক ভঙ্গিতে দেখানোর অভিযোগ ‘পরাশক্তি’ ছবিতে।

ইন্দিরা গান্ধীকে নেতিবাচক ভঙ্গিতে দেখানোর অভিযোগ ‘পরাশক্তি’ ছবিতে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইতিহাস বিকৃত করার অভিযোগ শিবকার্তিকেয়ন ও শ্রীলীলা অভিনীত ‘পরাশক্তি’র বিরুদ্ধে। ছবিতে নাকি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রকেও নেতিবাচক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। এই অভিযোগগুলি উল্লেখ করে ছবির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি করেছে তামিলনাড়ু যুব কংগ্রেস।

Advertisement

অভিযোগ, কংগ্রেসকে ঘিরে নানা ইতিহাস বিকৃত করেছে এই ছবিটি। ১২ জানুয়ারি যুব কংগ্রেস একটি বিবৃতি জারি করে। তাদের দাবি, অবিলম্বে ‘পরাশক্তি’ ছবির নির্মাতাদের ক্ষমা চাইতে হবে। সেই বিবৃতিতে বলা হয়, ছবির একটি দৃশ্যে ইন্দিরা গান্ধীকে খুবই নেতিবাচক ভঙ্গিতে দেখানো হয়েছে। খলচরিত্রের মতো সংলাপ রয়েছে তাঁর মুখে। বিবৃতিতে তাই লেখা হয়, “এই মূর্খদের দল জানে না, ইতিহাসে নাম রয়েছে এমন প্রয়াত জাতীয় নেতানেত্রীদের নিয়ে কাল্পনিক গল্প বলা যায় না। আইনের স্বীকৃতি নেই তাতে। লাগাতার ওরা এমন কিছু দৃশ্য রেখেছে, যার কোনও ঐতিহাসিক ভিত্তি নেই।”

ছবিতে একটি জায়গায় দেখানো হয়েছে, ১৯৬৫ সালে কংগ্রেস সরকার ঘোষণা করেছিল, পোস্টঅফিসের সমস্ত ফর্ম বাধ্যতামূলক ভাবে হিন্দিতেই ভরতে হবে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে তামিলনাড়ুর যুব কংগ্রেস। সেই একই সালের ১২ ফেব্রুয়ারি নাকি ইন্দিরা গান্ধী কোয়েম্বত্তূরে গিয়েছিলেন, দেখানো হয়েছে ছবিতে। এই তথ্যও ভিত্তিহীন বলে দাবি তাদের। কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়ার দৃশ্যেরও নিন্দা করেছে তারা।

এমন একাধিক দৃশ্যের কথা তারা বিবৃতিতে উল্লেখ করেছে। তাদের দাবি, ‘পরাশক্তি’-তে দেখানো এমন ‘ভিত্তিহীন’ দৃশ্যগুলি অবিলম্বে ছবি থেকে বাদ দিয়ে দিতে হবে। প্রকাশ্যে ছবির নির্মাতাদের ক্ষমা চেয়ে বিবৃতি প্রকাশ করতে হবে। না হলে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন