Colon Cancer

কোলন ক্যানসার সারল ৭০ বছরের বৃদ্ধের, কোন জাদুতে অসাধ্যসাধন করলেন চিকিৎসকেরা?

ক্যানসার জয় করেছেন বৃদ্ধ। সপ্তাহখানেকের মধ্যে ফিরে গিয়েছেন স্বাভাবিক জীবনেও। অস্ত্রোপচার পরবর্তী জটিলতাও তাঁর নেই। কোন জাদুতে এমন সম্ভব হল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৫:০৫
Advanced robotic surgery helped Man to beat colon cancer

ক্যানসার জয় করেছেন বৃদ্ধ, নির্মূল হয়েছে কোলন ক্যানসার, কী ভাবে সম্ভব হল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কোলন ক্যানসার সারিয়ে উঠলেন বৃদ্ধ। সপ্তাহখানেকের মধ্যে ফিরলেন স্বাভাবিক জীবনেও। রোবটিক সার্জারিতে অসাধ্যসাধন করেছেন বেঙ্গালুরুর চিকিৎসকেরা।

Advertisement

বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বৃদ্ধ। সেখানকার সার্জিক্যাল অনকোলজির চিকিৎসক সুরজ মঞ্জুনাথ এবং মহাদেব অভিষেক অস্ত্রোপচার করেন। তাঁরা জানিয়েছেন, কোলন ক্যানসার একেবারে গোড়াতেই ধরা পড়েছিল বৃদ্ধের। কেমোথেরাপি বা রেডিয়োথেরাপির চেয়ে অস্ত্রোপচার করেই ক্যানসার নির্মূল করার পরিকল্পনা করেন তাঁরা। সে জন্য রোবটিক সার্জারিকেই বেছে নেওয়া হয়। যন্ত্রণাহীন পদ্ধতিতে অস্ত্রোপচার করে ক্যানসার কোষ নির্মূল করা হয় নিঁখুত ভাবে। চিকিৎসকেরা জানিয়েছেন, রোবটিক পদ্ধতিতে অস্ত্রোপচার এতটাই নিখুঁত হয়েছে যে, ক্যানসার কোষ আর ফিরে আসার তেমন আশঙ্কাও নেই।

দেশে তৈরি সার্জিক্যাল রোবট ‘এসএসআই মন্ত্র’ দিয়ে অস্ত্রোপচার করা হয়েছে বলে খবর। যন্ত্রটির পাঁচটি হাত। তাতে থ্রি-ডি ক্যামেরাও বসানো আছে। শরীরের যে অংশে অস্ত্রোপচার হবে, সেই অংশের সুস্পষ্ট ত্রিমাত্রিক ছবি তুলবে ওই ক্যামেরা। চিকিৎসকেরা জানাচ্ছেন, যন্ত্রের ‘চোখ’ দিয়ে শরীরের ভিতরের অঙ্গ-প্রত্যঙ্গ, শিরা-উপশিরার খুব স্পষ্ট ত্রিমাত্রিক ছবি দেখা যায়। রোগীকে অচৈতন্য করে অপারেশন কক্ষের কনসোলে বসেন সার্জন। তার পর তিনিই চালনা করেন যন্ত্রটিকে। মনিটরে চোখ রেখে রোবটের হাতগুলিকে নিয়ন্ত্রণ করেন চিকিৎসকই। ওই যন্ত্রের মাধ্যমে দেহে ক্ষুদ্র কয়েকটি ফুটো করে অস্ত্রোপচারের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় টেলিস্কোপিক ক্যামেরা। সঙ্গে ক্যামেরা, ছুরি, কাঁচি, সুচের মতো প্রয়োজনীয় সরঞ্জাম। সার্জারির জায়গার কাটা-ছেঁড়া, সেলাই— সবই হয় রোবটের হাত দিয়ে। যান্ত্রিক হাত দিয়ে অস্ত্রোপচার হয় বলে তাতে ভুলভ্রান্তি হওয়ার ঝুঁকিও কম।

বেঙ্গালুরুর চিকিৎসেকরা জানিয়েছেন, বৃদ্ধ ক্যানসার জয় করে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন। অস্ত্রোপচার পরবর্তী কোনও জটিলতাও নেই। চিকিৎসকদের পরামর্শ, বয়স চল্লিশ পেরোলেই ক্যানসার স্ক্রিনিং করিয়ে নেওয়া ভাল। এতে ক্যানসার ধরা পড়লে অনেক সময়েই অস্ত্রোপচারে তার নিরাময় সম্ভব হয়।

Advertisement
আরও পড়ুন