Healthy Alternative for Sugar

গুড়-মধুও চিনির মতোই ক্ষতিকর! রান্না মিষ্টি করতে বিকল্প হিসেবে আর কী ব্যবহার করা যায়?

চা থেকে কফি, তরকারি থেকে চাটনি— চিনি ছাড়া অনেকেই খেতে পারেন না। চিনির স্বাস্থ্যকর বিকল্প খুঁজতে গিয়ে হিমশিম খান অনেকেই। সম্প্রতি তেমনই কিছু স্বাস্থ্যকর বিকল্পের হদিস দিলেন রায়পুরের ক্যানসারের চিকিৎসক জয়েশ শর্মা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৩:৩৯
চিনির সবচেয়ে স্বাস্থ্যকর বিকল্পটি কী?

চিনির সবচেয়ে স্বাস্থ্যকর বিকল্পটি কী? ছবি: শাটারস্টক।

চিনি নিয়ে বিতর্কের শেষ নেই। মিষ্টি এই উপাদান নাকি মোটেই উপকারী নয়, বলছেন চিকিৎসক থেকে পুষ্টিবিদেরা। তাঁদের পরামর্শ, সুস্থ থাকতে যথা সম্ভব কমিয়ে ফেলতে হবে চিনি খাওয়া। কারণ, সাদা চিনি শুধু ক্যালোরিই বাড়িয়ে দেয়। গুণের ছিটেফোঁটাও নেই এতে। সাদা চিনি রক্তে শর্করার মাত্রা এক লাফে অনেকটা বাড়িয়ে দেয়। ওজন বেড়ে যাওয়ার নেপথ্যে সবচেয়ে বড় কারণ হল সাদা চিনি।

Advertisement

ঠিক সেই কারণে সাদা চিনি এড়িয়ে চলেন খেলোয়াড় থেকে বি-টাউনের বহু অভিনেতা-অভিনেত্রীই। কিন্তু চা থেকে কফি, তরকারি থেকে চাটনি— চিনি ছাড়া স্বাদ হবে কি? স্বাস্থ্যকর বিকল্প খুঁজতে গিয়ে হিমশিম খান অনেকেই। সম্প্রতি তেমনই কিছু স্বাস্থ্যকর বিকল্পের হদিস দিলেন রায়পুরের ক্যানসারের চিকিৎসক জয়েশ শর্মা।

কৃত্রিম চিনি: স্যাকারিন, অ্যাসপারটেমের মতো বাজারে নানা প্রকার কৃত্রিম চিনি পাওয়া যায়। চিকিৎসকের মতে এগুলির কোনওটাই খুব বেশি টক্সিন নয় বা এগুলি থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনা নেই। এগুলিতে ক্যালোরির মানও সাধারণ চিনির তুলনায় অনেকটাই কম। তবে এগুলি পেটের উপকারীর ব্যাক্টেরিয়াগুলির উপর প্রভাব ফেলে, ফলে পেটের সমস্যা হতে পারে। এই প্রকার চিনি খেলে অনেকের আবার খিদে বেড়ে যায়। তাই ওজন ঝরাতে যে কৃত্রিম চিনি খুব কার্যকর তা বলা যায় না।

সুক্রালোজ়, ইরিত্রিটল: বাজারে চিনি ছাড়া তৈরি যে সব মিষ্টি, নরম পানীয়, ক্যান্ডি পাওয়া যায়, তাতে মিষ্টি ভাব আনতে ব্যবহার করা হয় সুক্রালোজ়, ইরিত্রিটলের মতো উপাদান। এগুলি খেতে চিনির মতোই মিষ্টি, তবে চিনি নয়। এগুলিতে ক্যালোরি প্রায় থাকে না বললেই চলে। এগুলি খেলে রক্তে শর্করার মাত্রা এক লাফে অনেকটা বে়ড়েও যায় না।

চিনির সবচেয়ে ভাল বিকল্প হল স্টিভিয়া।

চিনির সবচেয়ে ভাল বিকল্প হল স্টিভিয়া। ছবি: শাটারস্টক।

স্টিভিয়া: চিকিৎসকের মতে চিনির সবচেয়ে ভাল বিকল্প হল স্টিভিয়া। এতে ক্যালোরি প্রায় শূন্য। রক্তের সঙ্গে মিশে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় না। উদ্ভিদজাত এই বিকল্পটি স্বাদে হালকা তিতকুটে হলেও রান্নায় ব্যবহার করলে তা বোঝা যায় না।

গুড়, মধু: প্রাকৃতিক বলে অনেকে এগুলিকে স্বাস্থ্যকর মনে করলেও এগুলি আদতে চিনির মতোই শরীরের ক্ষতি করে। চিকিৎসকের মতে, ‘‘এগুলি প্রক্রিয়াজাত নয়, এগুলিতে সামান্য মাত্রায় খনিজও থাকে, তবুও কিন্তু শরীরের ক্ষতিই করে। এগুলিতে ক্যালোরির মাত্রা প্রায় সাদা চিনির কাছাকাছি, রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি করে। প্রাকৃতিক বলেই যে স্বাস্থ্যকর হবে এমনটা ভাবার কোনও কারণ নেই।”

Advertisement
আরও পড়ুন