Laser Technology for Reading

খালি চোখে ২ কিমি দূর থেকেও খুদে খুদে অক্ষর পড়া যাবে, লেজ়ার প্রযুক্তি আনছেন চিনা বিজ্ঞানীরা

বহু দূর থেকেও চেনা পরিচিত মানুষের মুখ চিনে ফেলতে পারবেন এক নিমেষে। যত খুদে অক্ষরেই লেখা থাকুন না কেন, তা ১ থেকে ২ কিলোমিটার দূর থেকেও গড়গড় করে পড়ে ফেলতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৪:৪৯
Chinese Scientists develop New Laser Technology to read tiny text from at least 2 Km away

১ থেকে ২ কিলোমিটার দূরের দৃশ্য স্পষ্ট দেখা যাবে, পড়া যাবে লেখাও, অসাধ্য সাধন করতে চলেছেন বিজ্ঞানীরা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চশমা ছাড়া বাসের নম্বর দেখতে অসুবিধা হয়? ভাবুন তো, খালি চোখে যদি ২ কিলোমিটার দূরে থাকা বাসের নম্বর যদি স্পষ্ট পড়ে ফেলতে পারেন, তা হলে কেমন হয়! বহু দূর থেকেও চেনা পরিচিত মানুষের মুখ চিনে ফেলতে পারবেন এক নিমেষে। যত খুদে অক্ষরেই লেখা থাকুন না কেন, তা ১ থেকে ২ কিলোমিটার দূর থেকেও গড়গড় করে পড়ে ফেলতে পারবেন। না, কোনও জাদু নয়। এমন প্রযুক্তিই খুব দ্রুত নিয়ে আসতে চলেছেন চিনের বিজ্ঞানীরা।

Advertisement

লেজ়ার প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মিলমিশ ঘটিয়ে এমন এক লেজ়ার স্কেল তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা দিয়ে প্রায় দেড় থেকে দু’কিলোমিটার দূরের দৃশ্য খালি চোখেই স্পষ্ট দেখা যাবে। ৩ মিলিমিটারের মতো আকারের খুদে হরফও ওই দু’কিলোমিটার দূর থেকেই স্পষ্ট পড়া যাবে। সবটাই হবে লেজ়ার আলো ফেলে। যা দেখতে চাইছেন, তার উপর শুধু নিশানা করে লেজ়ার আলো ফেলতে হবে। তা হলেই কেল্লাফতে। আলোকরশ্মি প্রতিফলিত হয়ে, সবটাই চোখের সামনে তুলে ধরবে।

চিনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্য়ান্ড টেকনোলজির গবেষকেরা এই লেজ়ার প্রযুক্তি নিয়ে আসছেন। তাঁদের গবেষণার খবর প্রকাশিত হয়েছে ‘ফিজ়িক্যাল রিভিউ লেটার’ জার্নালে। গবেষকেরা জানিয়েছেন, মহাকাশে গ্রহ-তারা দেখতে ছোটখাটো টেলিস্কোপের চেয়ে উন্নত লেজ়ার বিম তৈরি করছিলেন তাঁরা। পরে দেখা যায়, কেবল আকাশের তারা নয়, বহু দূরের দৃশ্য দেখতেও সাহায্য করতে পারে সেই লেজ়ার রশ্মি। কেবল এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মিলিয়ে দিতে হবে।

পেনসিলের শিসের মতো খুদে হরফের উপরে যদি ২ কিলোমিটার দূর থেকে সেই লেজ়ার রশ্মি ফেলা হয়, তা হলে সেটি প্রায় ১৪ গুণ বড় হয়ে দেখা যাবে। মায়োপিয়া বা দূরের দৃষ্টি যাঁদের ক্ষীণ, তাঁরা এই লেজ়ারের সাহায্যে অনেক দূর থেকেও স্পষ্ট দেখতে পাবেন। বহু দূর থেকেও বই পড়া যাবে। হয়তো রাস্তা হারিয়ে ফেলেছেন, কত দূরে যেতে হবে, কোন দিকে ঠিকানা, তা বুঝতে পারছেন না। সে ক্ষেত্রে লেজ়ার রশ্মি ফেলে অন্তত ১ থেকে ২ কিলোমিটার অবধি দূরত্বে রাস্তার নাম, ঠিকানা পড়ে ফেলা যাবে। হাই পাওয়ারের চশমা এঁটেও যাঁদের দূরের দৃশ্য দেখতে সমস্যা হয়, তাঁদের জন্য এই লেজ়ার খুবই উপকারে লাগবে বলেই মনে করছেন গবেষকেরা।

যত দিন যাচ্ছে, ততই দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা বাড়ছে। ‘স্ক্রিন টাইম’ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। মোবাইল, ল্যাপটপ কিংবা ট্যাব যে কোনও স্ক্রিনের দিকে দীর্ঘ ক্ষণ তাকিয়ে থাকার ফলে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। শিশু ও কমবয়সিদের এই সমস্যা বেশি হচ্ছে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটি সমীক্ষা অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেক সংখ্যক মানুষ মায়োপিয়ায় আক্রান্ত হবেন। অর্থাৎ দূরের দৃশ্য ঝাপসা হয়ে আসবে। সে ক্ষেত্রে এই লেজ়ার প্রযুক্তি সহায়ক হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন