kidney problem symptoms

কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না, এ ক্ষেত্রে ৫ লক্ষণ খেয়াল করা প্রয়োজন

কিডনির সমস্যা ধীরে ধীরে বাড়ে। তাই সময়ে সতর্ক হওয়া উচিত। কয়েকটি লক্ষণ দেখলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৪
Identify these 5 signs to detect kidney problems

কিডনির অসুস্থতার লক্ষণ প্রাথমিক পর্যায়ে বোঝা সম্ভব। ছবি: সংগৃহীত।

কিডনি দেহকে সুস্থ রাখতে একাধিক কাজ করে। কারণ দেহ থেকে বর্জ্য পদার্থ বার করতে, ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে কিডনি। কিডনির সমস্যা অনেক সময় গুরুতর না হলে বোঝা যায় না। কিডনিকে তাই ‘নীরব ঘাতক’ বলা হয়। কিডনির সমস্যা বোঝার জন্য কয়েকটি উপসর্গ খেয়াল করা উচিত।

Advertisement

১) দৈনিক মূত্রের পরিমাণ যদি কমে যায় তা হলে বুঝতে হবে কিডনির কোনও সমস্যা হয়েছে। মূত্রের সঙ্গে সাদা ফেনা নির্গত হলে বুঝতে হবে প্রোটিন মিশে রয়েছে।

২) পায়ের পাতা, গোড়ালি বা মুখ ফুলে যাওয়া কিডনির সমস্যার ইঙ্গিতবাহী। বুঝতে হবে কিডনির গোলমালে দেহে বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

৩) যদি কেউ নিয়মিত ক্লান্তিতে ভুগতে থাকেন, তা হলে সতর্ক হওয়া উচিত। কারণ কিডনির কার্যকারিতা হ্রাস পেলে দেহে বর্জ্যের পরিমাণ বাড়তে থাকে যা ক্লান্তিবোধের অন্যতম কারণ।

৪) রক্তচাপ হঠাৎ করে বৃদ্ধি পেলে সতর্ক হওয়া উচিত। কারণ কিডনি সঠিক ভাবে কাজ না করলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।

৫) অনেক সময়ে সকালে ঘুম থেকে ওঠার পর চোখের তলায় ফোলা ভাব দেখা যায়। এই ধরনের ঘটনা বার বার ঘটলে সতর্ক হতে হবে। কারণ এগুলি কিডনির সমস্যার লক্ষণ হতে পারে।

Advertisement
আরও পড়ুন