Eye Health

শীতেও ব্যবহার করতে হবে রোদচশমা, না পরলে অপেক্ষা করছে ৫ বিপদ?

শীতের রোদ আরামদায়ক হলেও, চোখের জন্য ভাল নয়। কী কী বিপদ এড়ানোর জন্য শীতের রোদচশমা ব্যবহার করা জরুরি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০১
শীতে চোখে থাক রোদচশমা।

শীতে চোখে থাক রোদচশমা। ছবি: সংগৃহীত।

চড়া রোদ নেই। তাই বাইরে বেরোনোর আগে রোদচশমা পরে নেওয়ার কথাও মনে থাকছে না। সূর্য মধ্যগগনে থাকাকালীন আকাশের দিকে তাকালেও চোখ ধাঁধিয়ে যাচ্ছে না। তাই শীতে সানগ্লাস খানিকটা হলেও ব্রাত্য। চক্ষু চিকিৎসকেরা অবশ্য জানাচ্ছেন, শীতের রোদচশমা পরার দরকার রয়েছে। শীতের রোদ আরামদায়ক হলেও চোখের জন্য ভাল নয়। কী কী বিপদ এড়ানোর জন্য শীতের রোদচশমা ব্যবহার করা জরুরি?

Advertisement

১) সূর্যের অতিবেগনি রশ্মি চোখের ক্ষতি করে। শীতও এর ব্যতিক্রম নয়। চিকিৎসকদের মতে, সারা বছরই রোদচশমা ব্যবহার করা উচিত। না হলে এই ক্ষতিকারক সূর্যরশ্মি ৮০ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে।

২) রোদের প্রভাবে চোখের মণির ক্ষতি হয়। তাই রোদ যাতে সরাসরি চোখে এসে না পড়ে, সে দিকে লক্ষ রাখতে হবে। তা ছাড়া রোদ ত্বকের ক্যানসারের ঝুঁকিও বৃদ্ধি করে।

৩) বাতাসে ভেসে থাকা ধুলোকণা, রাস্তার ধুলোবালি চোখে ঢুকে দীর্ঘ মেয়াদে ক্ষতি করে। রোদচশমা পরে রাস্তাঘাটে যাতায়াত করলে সে ভয় থাকে না। চোখ সুরক্ষিত রাখতে সারা বছর রোদচশমা ব্যবহার করা ভীষণ প্রয়োজন।

৪) ঠান্ডা হাওয়ায় অনেকেরই চোখ থেকে জল পড়া, চোখ চুলকানোর মতো সমস্যা হতে থাকে। সেই কারণে শীতে আরও বেশি করে রোদচশমা পরা জরুরি। তাতে ঠান্ডা হাওয়া সরাসরি চোখে এসে দোলা দিতে পারে না। ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকিও কম থাকে।

৫) শীতের মিঠে রোদেও অনেকের মাথা যন্ত্রণা, মাথা ঘুরে যাওয়ার মতো সমস্যা হয়। সে ক্ষেত্রে রোদচশমা ব্যবহারের কোনও বিকল্প নেই। তাতে অনেকটাই সুস্থ থাকা যাবে।

Advertisement
আরও পড়ুন