Thyroid Nodules Symptoms

থাইরয়েড নডিউলের কোন কোন লক্ষণ দেখে সতর্ক হবেন? এর থেকে ক্যানসার হতে পারে!

থাইরয়েড গ্রন্থির একটি সমস্যা অনেকের ক্ষেত্রেই ভোগান্তির কারণ হয়, যার নাম থাইরয়েড নডিউল। সময় থাকতে সতর্ক না হলে এর থেকে ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে। কী ভাবে সতর্ক হবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৩:০৮
থাইরয়েড গ্রন্থি থেকেও বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি।

থাইরয়েড গ্রন্থি থেকেও বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। ছবি: এআই।

ছোটখাটো শারীরিক সমস্যাগুলিকে অনেকেই তেমন গুরুত্ব দেন না। অথচ প্রতিটা লক্ষণের পিছনে লুকিয়ে থাকতে পারে কোনও বড় রোগের চোখরাঙানি। থাইরয়েড গ্রন্থিতেও কিছু বদল দেখলে সতর্ক হওয়া দরকার। সময় থাকতে চিকিৎসা না করালে বাড়াবাড়ি হতে পারে। থাইরয়েড একটি গ্রন্থি, যা আমাদের গলায় শ্বাসনালির সামনের দিকে থাকে। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। যেমন বিপাকক্রিয়া, শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, বুদ্ধির বিকাশ, বয়ঃসন্ধির লক্ষণ, মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র, গর্ভধারণ—এগুলি নির্ভর করে থাইরয়েড গ্রন্থির থেকে নিঃসৃত হরমোনের উপরে। থাইরয়েড গ্রন্থির একটি সমস্যা অনেকের ক্ষেত্রেই ভোগান্তির কারণ হয়, যার নাম থাইরয়েড নডিউল। সময় থাকতে সতর্ক না হলে এর থেকে ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে।

Advertisement

থাইরয়েড নডিউল কী?

থাইরয়েড গ্রন্থির বাইরে বা ভিতরে মাংসপিন্ডের মতো অতিরিক্ত কোষের বৃদ্ধি হলে তাকে বলা হয় থাইরয়েড নডিউল। সোজা কথায় বলতে হলে থাইরয়েড গ্রন্থির কোনও একটি অংশ ফুলে উঠলে তাকে বলে থাইরয়েড নডিউল। পুরুষদের তুলনায় মহিলাদের এই রোগের ঝুঁকি বেশি। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে থাইরয়েড নডিউল হওয়ার আশঙ্কাও বাড়ে। অনেক ক্ষেত্রেই থাইরয়েড নডিউলের কারণ জানা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে আয়োডিনের অভাব বা হাশিমোতো থাইরয়েডাইটিসের কারণে থাইরয়েড নডিউল হয়। বেশির ভাগ ক্ষেত্রেই এই নডিউলগুলি বিনাইন (ক্যানসারাস নয়) হয়, তবে কখনও কখনও আবার থাইরয়েড নডিউল থেকে ক্যানসার হওয়ার ঝুঁকিও থাকে। বিনাইন হলেও অনেক সময় কসমেটিক কারণে কিংবা প্রেশার এফেক্টের জন্য এই নডিউল শরীর থেকে বার করার প্রয়োজন পড়ে। থাইরয়েড নডিউল যখন খুব বড় হয়ে ভোকাল কর্ডে চাপ দেয়, তখন তীব্র যন্ত্রণা হয়, গলার স্বরে বদল আসে, তখন বিনাইন হলেও থাইরয়েড নডিউল বার করতে হয় শরীর থেকে।

থাইরয়েড নডিউল বিনাইন না ম্যালিগন্যান্ট বুঝবেন কী করে?

সাধারণ আলট্রাসাউন্ড করে দেখতে হবে থাইরয়েড নডিউলটি সিস্টিক না কি সলিড। সলিড হলে ম্যালিগন্যান্ট হওয়ার ঝুঁকি বেশি থাকে। সে ক্ষেত্রে থাইরয়েড স্ক্যান করা হয়। স্ক্যানে যদি কোল্ড গয়টার আসে তা হলে এফএনএসি করে দেখতে হবে সেটি আদৌ ক্যানসারসুক্ত কি না। স্ক্যানে যদি হট গয়টার আসে, তা হলে চিন্তার তেমন কোনও কারণ নেই।

থাইরয়েড নডিউলের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা দিতে পারে?

বেশিরভাগ থাইরয়েড নডিউলে কোনও লক্ষণ দেখা যায় না। তবে নডিউল বেশি বড় হয়ে গেলে নিম্নলিখিত লক্ষণগুলি দেখা দিতে পারে:

• গিলতে বা শ্বাস নিতে সমস্যা।

• স্বর পরিবর্তন।

• ঘাড়ের সামনের দিকে ব্যথা।

• থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি ( গলগন্ড )।

Advertisement
আরও পড়ুন