Numerological Prediction

সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন ব্যক্তিরা যে কোনও প্রকার কাজ কোনও রূপ চিন্তাভাবনা না করেই করে ফেলেন?

কিছু মানুষ এমন রয়েছেন যাঁরা আগেপিছে না ভেবেই কাজ করে ফেলেন। সেই কাজের ফলে কোনও লাভের লাভ হবে কি না এই বিষয়ে তাঁদের বিন্দুমাত্র কোনও চিন্তা থাকে না।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১২:০২
According to numerology, these people do not think before doing anything in life

—প্রতীকী ছবি।

আমরা প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু কাজ করি। যে কোনও কাজ করার আগেই সেই কাজের বিষয়ে আমাদের নানা চিন্তা করতেই হয়। চিন্তাভাবনা করে কাজ করলে যে সব সময়ই সফলতা আসে সে রকমটা নয়, ব্যর্থও হতেই পারেন। কিছু মানুষ এমনও রয়েছেন, যাঁরা আগেপিছে না ভেবেই কাজ করে ফেলেন। সেই কাজের ফলে কোনও লাভের লাভ হবে কি না এই বিষয়ে তাঁদের বিন্দুমাত্র কোনও চিন্তা থাকে না। এই সকল ব্যক্তি এতটাই ভাবনাচিন্তা ছাড়া কাজ করেন যে অধিকাংশ ক্ষেত্রেই কাজ করার পরে তাঁদের পস্তাতে হয়।

Advertisement

কোন ব্যক্তিরা ভাবনাচিন্তা ছাড়া কাজ করেন ?

কারা একদম ভেবেচিন্তে কাজ করেন না, সেটি বিভিন্ন শাস্ত্রের সাহায্যে জানা সম্ভব হলেও সংখ্যাতত্ত্বের সাহায্যে অনেক সহজেই এটি বিশ্লেষণ করা যায়।

জন্মতারিখ এবং জন্মসময় কারও পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্রে জন্মসময়ে গ্রহের অবস্থান অনুযায়ী ভবিষ্যদ্বাণী করা হয়। সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মতারিখ, অর্থাৎ জন্মদিন, মাস এবং বছর দেখে নির্দিষ্ট ব্যক্তি সম্বন্ধে অনেক গোপন তথ্য বলে দেওয়া যায়।

নির্দিষ্ট মানুষের জন্মতারিখে (দিন, মাস এবং বছর) ৭ সংখ্যা, ৬ সংখ্যা এবং ২ সংখ্যা উপস্থিত থাকলে সংখ্যাতত্ত্ব মতে নির্দিষ্ট ব্যক্তিরা ভাবনাচিন্তা ছাড়া কাজ করেন। এই ক্ষেত্রে জন্মতারিখ, অর্থাৎ দিন, মাস এবং বছরের যোগফলকে এক অঙ্কে পরিবর্তন করে এবং নাম (পদবি-সহ) এক অঙ্কে পরিবর্তন করে ওই সংখ্যাও ব্যবহার করা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন