Bath Remedies

রান্নাঘরের তিন অতি পরিচিত জিনিস স্নানের জলে মেশালেই ‘শুদ্ধ’ হবে ভাগ্য! তবে মেশাতে হবে সঠিক নিয়ম মেনে

ভাগ্য মুখ ফিরিয়ে নিলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। জ্যোতিষশাস্ত্র রয়েছে আমাদের সাহায্য করার জন্য। জ্যোতিষশাস্ত্রে এমন তিনটে জিনিস দিয়ে টোটকা পালনের কথা বলা হয়েছে যা প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:৩৫
bathing

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জীবনে চলার পথে ভাগ্য আমাদের একমাত্র এমন সঙ্গী যার পরিহাস আমাদের মেনে নিয়েই চলতে হবে। ভাগ্য কখনও আমাদের ওপর খুবই প্রসন্ন হয়, আবার কখনও এমন বিপর্যয় নিয়ে আসে যার ফলে আমাদের খুবই বিপাকে পড়তে হয়। আমরা সকলেই সব সময় চাই যেন ভাগ্য আমাদের সহায় থাকে। যদিও এটা কখনওই সম্ভব হয় না। কারণ জীবনে উত্থান-পতন তো থাকবেই।

Advertisement

তবে ভাগ্য মুখ ফিরিয়ে নিলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। জ্যোতিষশাস্ত্র রয়েছে আমাদের সাহায্য করার জন্য। জ্যোতিষশাস্ত্রে এমন তিনটে জিনিস দিয়ে টোটকা পালনের কথা বলা হয়েছে যা প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। সেই তিনটে জিনিস হল তেজপাতা, নুন এবং দারুচিনি। এই জিনিস ক’টা যে কেবল রান্নার স্বাদ বদলায় তা নয়। এই তিনটে জিনিসের টোটকায় আমাদের ভাগ্য এবং জীবন খুব সহজেই বদলে যেতে পারে।

দেখে নেব কী করতে হবে:

একটা যে কোনও পাত্রে ভর্তি করে জল নিয়ে সেটির মধ্যে কয়েকটা তেজপাতা, কিছুটা নুন এবং কয়েকটা দারুচিনি একত্রে ভিজিয়ে রাখতে হবে তিন দিন। তিন দিন পর সেখান থেকে কিছুটা পরিমাণ জল স্নানের জলে মিশিয়ে পর পর তিন দিন স্নান করতে হবে। এই কাজটি বাড়ির সকল সদস্যই করতে পারে।

এর ফলাফল:

এই ক্রিয়া করলে জীবনে যত প্রকার বাধাবিঘ্ন রয়েছে তা ধীরে ধীরে দূরে সরে যাবে এবং ভাগ্যের চমক হবে দেখার মতো।

Advertisement
আরও পড়ুন