Rakhi Purnima 2025 Date & Time

অগস্টের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই উদ্‌যাপিত হবে বন্ধনের উৎসব, কবে রাখিপূর্ণিমা? রাখি পরানোর শুভ সময় কখন?

ভাইয়ের মঙ্গল এবং ভাই-বোনের সম্পর্কের দৃঢ়তা কামনা করে ভাইয়ের হাতে মঙ্গলসুতো বাঁধার উৎসব হল রাখিপূর্ণিমা। এই রীতিতে ভাইয়ের মঙ্গল কামনার প্রতিদানে বোনের সুরক্ষা এবং ভাইবোনের প্রীতিও বৃদ্ধি হয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ০৭:১১
raksha bandhan

—প্রতীকী ছবি।

রাখি সম্পর্কের বন্ধনের উৎসব। ভাইয়ের মঙ্গল এবং ভাই-বোনের সম্পর্কের দৃঢ়তা কামনা করে ভাইয়ের হাতে মঙ্গলসুতো বাঁধার উৎসব হল রাখিপূর্ণিমা। এই রীতিতে ভাইয়ের মঙ্গলকামনার প্রতিদানে বোনের সুরক্ষা এবং ভাইবোনের প্রীতিও বৃদ্ধি হয়। রাখিবন্ধন উৎসবের সূচনার সময় সম্বন্ধে সঠিক তথ্য না থাকলেও, শ্রীকৃষ্ণের হাতে অনাত্মীয়া দ্রৌপদীর মঙ্গলসুতো বাঁধার কাহিনি রয়েছে মহাভারতে। তবে তা রাখি কি না সেই বিষয়ে দ্বিমত আছে। অসুর নিধনকালে কৃষ্ণের ভগিনী কৃষ্ণের হাতে মঙ্গলসুতো বেঁধেছিল, এমন তথ্যও শাস্ত্রে রয়েছে। শ্রাবণী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজার হাতে রাখি বেঁধেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও মহাসমারোহে রাখি উৎসব পালন করেন।

Advertisement

আগামী ৯ অগস্ট শনিবার রাখিবন্ধন।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

পূর্ণিমা তিথি আরম্ভ:

বাংলা– ২৩ শ্রাবণ, শুক্রবার।

ইংরেজি- ৮ অগস্ট, শুক্রবার।

সময়- দুপুর ২টো ১৪ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ:

বাংলা– ২৪ শ্রাবণ, শনিবার।

ইংরেজি- ৯ অগস্ট, শনিবার

সময়- দুপুর ১টা ২৫ মিনিট।

রাখিবন্ধন উৎসব।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

পূর্ণিমা তিথি আরম্ভ:

বাংলা– ২২ শ্রাবণ, শুক্রবার।

ইংরেজি- ৮ অগস্ট, শুক্রবার।

সময়- দুপুর ১টা ৫৫ মিনিট ২৬ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ:

বাংলা– ২৩ শ্রাবণ, শনিবার।

ইংরেজি- ৯ অগস্ট, শনিবার।

সময়- দুপুর ১টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ড।

রাখিবন্ধন উৎসব।

Advertisement
আরও পড়ুন