Tips To Please Devi Lakshmi

শুক্রবার দিনটিও মা লক্ষ্মীর বার, প্রতি সপ্তাহের শুক্র-সন্ধ্যায় পাঠ করুন নির্দিষ্ট কিছু মন্ত্র, দেবীর কৃপায় জীবন বদলাবে

কেবল বৃহস্পতিবারই নয়, শুক্রবারও মা লক্ষ্মীর বার। এই দিনও লক্ষ্মীপুজো করলে বিশেষ ফল লাভ হয়। এরই সঙ্গে পাঠ করতে হবে বিশেষ কয়েকটি মন্ত্র।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩১
maa lakshmi

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সপ্তাহের প্রতিটি দিনই কোনও না কোনও দেবতার উদ্দেশে নিবেদিত। উক্ত দিনটিতে সেই দেবতার উপাসনায় বিশেষ ফলপ্রাপ্তি ঘটে বলে বিশ্বাস করা হয়। আমরা প্রায় সকলেই জানি যে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর বার। এই নির্দিষ্ট দিনটিতে অনেকের বাড়িতেই মা লক্ষ্মীর পুজো করা হয়। তারই সঙ্গে লক্ষ্মীর ঘট পাতা হয় ও পাঁচালি পড়া হয়। তবে কেবল বৃহস্পতিবারই নয়, শুক্রবারও মা লক্ষ্মীর বার। এই দিনও লক্ষ্মীপুজো করলে বিশেষ ফল লাভ হয়। এরই সঙ্গে পাঠ করতে হবে বিশেষ কয়েকটি মন্ত্র। তা হলেই নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

Advertisement

কোন কোন মন্ত্র পাঠ করতে হবে?

  • অর্থলাভের আশায়: ধন ও ঐশ্বর্য বৃদ্ধির উদ্দেশ্যে ‘ওম শ্রী মহালক্ষ্মী, মহালক্ষ্মী, এহোহি সর্ব সৌভাগ্য দেহি মে স্বাহা।’ মন্ত্রটি পাঠ করতে হবে। উক্ত মন্ত্রটি পাঠের সময় দেবী লক্ষ্মীর সামনে একটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হবে। তার পর হাতে একটি মালা নিয়ে দেবীর সামনে বসে মন্ত্রটি পাঠ করতে হবে।
  • ঋণ থেকে মুক্তি পেতে: বহু দিন ধরে ঋণের বোঝা বয়ে আসছেন যাঁরা, তাঁরা ‘ওম শ্রী শ্রী ক্রীং ক্লীং শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পুরায়ে, ধন পুরায়ে, চিন্তিত দূরায়ে-দূরায়ে স্বাহা।’ মন্ত্রটি প্রতি শুক্রবার করে পাঠ করুন। ঋণের বোঝা সহজেই আপনার ঘাড় থেকে নেমে যাবে।
  • ইচ্ছা পূরণের জন্য: মনের যে কোনও ইচ্ছা পূরণের উদ্দেশ্যে প্রতি শুক্রবার করে ‘শ্রী হ্রীং ক্লিং অইন কমলবাসিন্যা স্বাহা।’ মন্ত্রটি পাঠ করুন। সকল মনোবাসনা পূরণ হবে।
  • আর্থিক সমস্যা দূর করতে: যাঁরা বহু দিন ধরে অর্থসঙ্কটে ভুগছেন, তাঁরা ‘ওম শ্রী শ্রী ক্রীং ক্লীং শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পুরায়ে, ধন পুরায়ে, চিন্তিত দূরায়ে-দূরায়ে স্বাহা।’’ মন্ত্রটি পাঠ করুন। জীবন থেকে সহজেই অর্থসমস্যা দূর হবে।
Advertisement
আরও পড়ুন