Personality Test

মনের রহস্য লুকিয়ে থাকে দু’নয়নেই! গোপন বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে চোখের আয়না, কী ভাবে বুঝবেন কে কেমন?

জ্যোতিষশাস্ত্রে চোখকে হৃদয়ের প্রবেশদ্বার বলে ধরা হয়। চোখই হল মনের আয়না। তাতে প্রেম, চরিত্র, শিল্প, দক্ষতা, আবেগ এবং অভ্যন্তরীণ শক্তিগুলি দর্পণের মতো প্রতিফলিত হয়ে ওঠে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৫
Different eye shapes

—প্রতীকী ছবি।

চোখ দিয়েই পড়ে ফেলা যায় মনের ভাষা। এক জন মানুষ কেমন ব্যক্তিত্বের অধিকারী তা ফুটে ওঠে দু’নয়নেই। জন্মছক ছাড়াও একজন মানুষ সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে। সমুদ্রশাস্ত্র মতে, দেহের প্রতিটা অঙ্গের মতো চোখের সঙ্গেও ভাগ্য এবং চারিত্রিক বৈশিষ্ট্যের যোগ রয়েছে। চোখের চেহারা আমাদের ব্যক্তিত্বকেও প্রভাবিত করে। সমুদ্রশাস্ত্র অনুসারে কোনও ব্যক্তির চোখ পর্যবেক্ষণ করলে তাঁর ব্যক্তিত্ব এবং ভাগ্যের গোপন রহস্যের তল পাওয়া যেতে পারে।

Advertisement

জ্যোতিষশাস্ত্রে চোখকে হৃদয়ের প্রবেশদ্বার বলে ধরা হয়। চোখই হল মনের আয়না। তাতে প্রেম, চরিত্র, শিল্প, দক্ষতা, আবেগ এবং অভ্যন্তরীণ শক্তিগুলি দর্পণের মতো প্রতিফলিত হয়ে ওঠে। এমনকি যে ব্যক্তি জ্যোতিষশাস্ত্র জানেন না তিনিও চোখের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এক জন ব্যক্তির সম্পর্কে তথ্য পেতে পারেন। দেখে নিন চোখ দেখে কী ভাবে মানুষ চিনবেন।

সুন্দর, সাদা এবং বড় চোখ যাঁদের, তাঁরা বিশাল হৃদয়ের অধিকারী হন। অত্যন্ত দয়ালু প্রকৃতির হন। অসামান্য ব্যক্তিত্বসম্পন্ন হয়ে থাকেন এঁরা। মন সর্বদা প্রফুল্ল থাকে। সকলের সঙ্গে সুসম্পর্ক ও সদ্ভাব বজায় রেখে চলতে পারেন। সুন্দর ও কালো চোখ যাঁদের তাঁরা অত্যন্ত সুখী প্রকৃতির হয়ে থাকেন। কালো চোখের ব্যক্তিরা উদার মনোভাবাপন্ন হন।

ছোট, সরু চোখকে শনি গ্রহ দ্বারা প্রভাবিত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, তাঁরা গভীর চিন্তাশীল হতে পারেন। অসাধারণ একাগ্রতা থাকে। প্রতিভা অফুরন্ত হয়। কিন্তু এঁদের মন সন্দেহে ভরা। সকলের প্রতিই অবিশ্বাসী ভাব পোষণ করেন। অলসতা এবং কৃপণ ভাব এঁদের চরিত্রের বৈশিষ্ট্য। চোরা চোখের চাউনি যাঁদের হয়, তাঁদের সন্দেহবাতিক বলে ধরা হয় সমুদ্রশাস্ত্রে।

মহিলাদের ঘোড়ার মতো চোখ অশুভ বলে মনে করা হয়। সাপের মতো চোখ অহঙ্কারী ব্যক্তিত্বের প্রতীক। মাছের মতো চোখ ব্যক্তিত্বের অস্থিরতা এবং অলসতাকে তুলে ধরে। নীল চোখ বুদ্ধিমত্তা এবং চিন্তাশীলতাকে নির্দেশ করে। বিড়ালের মতো চোখ হয় যাঁদের, তাঁদের জীবনে রহস্যের ছড়াছড়ি। যে মহিলারা চোখ নীচের দিকে রেখে হাঁটেন এবং যে পুরুষেরা চোখ উপরের দিকে রেখে হাঁটেন তাঁরা সাধারণত অন্তর্মুখী হন।

Advertisement
আরও পড়ুন