Astro Tips for Money Problem

টাকা শোধ করলে ফিরে আসবে দ্বিগুণ হয়ে! টাকা মেটানোর আগে সহজ কিছু বিষয় মাথায় রাখলেই হবে ধনপ্রাপ্তি

সকালে ঘুম থেকে উঠেই কাউকে পাওনা টাকাপয়সা দেওয়া উচিত নয়। এতে সংসারের অমঙ্গল হতে পারে, অভাব-অনটন দেখা দিতে পারে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৪:৩৫
money

—প্রতীকী ছবি।

আমরা অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই বাসি মুখে, অর্থাৎ কিছু না খেয়ে বা মুখ না ধুয়ে পাওনা টাকা মানুষকে দিয়ে দিই। এই কাজটা করা মোটেই উচিত নয়। এর পরিণতি খুবই খারাপ হতে পারে। ঘরের প্রত্যেকটি কাজের নেপথ্যে লুকিয়ে থাকে সংসারের মঙ্গল-অমঙ্গল। তাই না জেনে যে কোনও সময় যা কিছু কাজ করে ফেললে আখেরে আমাদেরই ক্ষতি হতে পারে। সকালে ঘুম থেকে উঠেই কাউকে পাওনা টাকাপয়সা দেওয়া উচিত নয়। এতে সংসারের অমঙ্গল হতে পারে, অভাব-অনটন দেখা দিতে পারে।

Advertisement

সকালে টাকা দেওয়ার নিয়ম:

সকালে কাউকে টাকা দেওয়ার আগে বাসি ঘর পরিষ্কার করতে হবে। স্নান করে ঈশ্বরের উপাসনা করতে হবে। তার পর অবশ্যই কিছু খাবার এবং জল মুখে দিয়ে নিতে হবে। এর পর টাকা দিতে হবে। বাসি ঘরে, বাসি মুখে কখনও কাউকে টাকা দেওয়া যাবে না। এই নিয়ম শুধুমাত্র ঋণশোধের ক্ষেত্রেই প্রযোজ্য।

টাকা দেওয়ার আরও কিছু নিয়ম রয়েছে:

  • সকালে গরিব-দুঃখীকে কিছু দান করা খুবই শুভ। আবার কোনও মন্দিরে পুজো দিতে গিয়ে সেখানে কিছু মূল্য ধরে দেওয়াও ভাল বলে মানা হয়।
  • বাড়িতে যাঁরা গুরুজন থাকেন, দিনের প্রথমে তাঁদের হাতে কিছু টাকা দিয়ে তার পর বাইরে খরচ শুরু করা খুবই শুভ বলে মনে করা হয়। তাই সকালে ঘুম থেকে উঠে কাউকে টাকা দেওয়ার হলে বাড়ির গুরুজনকে আগে কিছু টাকা দিয়ে তার পর পাওনা টাকা দিন।
  • টাকা দেওয়ার আগে যেখানে টাকা রাখা হয়, সেই স্থানে পরিষ্কার কাগজে ‘ওম’ বা ‘শ্রী’ লিখে রাখতে পারেন। আবার টাকা দেওয়ার আগে হাতের তালুতে ‘ওম’ বা ‘শ্রী’ লিখে তার পর টাকা দিতে পারেন। এতে চলে যাওয়া টাকা দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে বলে বিশ্বাস করা হয়।
Advertisement
আরও পড়ুন