Astro Tips

শ্রাবণ মাতা পার্বতীরও মাস, দেবীর কৃপা পেতে সঠিক নিয়ম মেনে পরুন সবুজ কাচের চুড়ি, হবে সৌভাগ্যের বৃষ্টি

শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে নানা দিক থেকে ভাল ফল পাওয়া যায়। বিবাহিত হোন বা কুমারী, যে কোনও মেয়েই এই চুড়ি পরতে পারেন। কিন্তু সঠিক দিন ও সময়ে না পরলে ফল লাভ হবে না।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৮:৪৪
bangles

—প্রতীকী ছবি।

শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি পরার চল রয়েছে। বিবাহিত হোন বা অবিবাহিত, উভয় মহিলারাই এই চুড়ি পরতে পারেন। কথিত রয়েছে, শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। সুবজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। তবে এই চুড়ি পরার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেই সকল নিয়ম মেনে না পরলে কোনও লাভ হয় না। কখন কিনছেন, কখন পরছেন প্রভৃতি নানা বিষয়ের উপর ফল পাওয়ার ব্যাপারটা নির্ভর করে। জেনে নিন সঠিক নিয়ম।

Advertisement

সবুজ কাচের চুড়ি পরার সঠিক নিয়মগুলি কী কী জেনে নিন:

১) শুক্রবার এবং রবিবার দিনগুলি কাচের চুড়ি কেনা ও পরার জন্য উপযুক্ত। শ্রাবণ মাসে যদি সবুজ কাচের চুড়ি পরার ইচ্ছা হয় তা হলে এই দু’টি দিনকেই বেছে নিন।

২) চুড়ি কখনও মঙ্গলবার এবং শনিবারে কেনা যাবে না। এতে অমঙ্গল হতে পারে।

৩) রাতের বেলা কাচের চুড়ি কেনা বা পরা যাবে না। সকালবেলা অথবা বিকেলবেলা এই চুড়ি কিনতে ও পরতে হবে। এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ করা যায়।

৪) নতুন চুড়ি কেনার পর পার্বতী মায়ের পায়ে সেই চুড়ি রেখে পুজো দিয়ে তার পর পরতে হবে। এতে বিবাহিত জীবন সুখের হবে।

৫) নজর রাখতে হবে, হাতের চুড়ি যেন ভাঙা অবস্থায় না থাকে। যদি চুড়ি ভেঙে যায় তা হলে তৎক্ষণাৎ সেটা বদলে ফেলতে হবে। পুনরায় নতুন চুড়ি পরতে হবে।

Advertisement
আরও পড়ুন