Astrological Tips

লক্ষ্মীদেবীর আশীর্বাদ পেতে চান? প্রতি মাসে যে কোনও শুক্রবার সহজ একটি টোটকা পালন করুন

আমরা সকলেই জানি যে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর বার, কিন্তু শুক্রবারেও কিছু কাজ করার মাধ্যমে আপনি যে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন সেটা কি জানেন?

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩০
maa lakshmi

—প্রতীকী ছবি।

বাড়ির লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমরা সকলেই চাই। সেটি তখনই সম্ভব যখন লক্ষ্মীদেবী প্রসন্ন মনে আমাদের ঘরে বাস করবেন। যে ঘরে মা লক্ষ্মী বসবাস করেন, সেই ঘরে কখনও অন্ন-বস্ত্রের অভাব হয় না। মা লক্ষ্মীদেবীর কৃপা যদি আমাদের সঙ্গে থাকে, তা হলে জীবনে আমরা কখনও পিছিয়ে পড়ব না। আমরা সকলেই জানি যে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর বার, কিন্তু শুক্রবারেও কিছু কাজ করার মাধ্যমে আপনি যে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন সেটা কি জানেন? শুক্রবার যদি সহজ একটি উপায় পালন করা যায়, তা হলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। জ্যোতিষশাস্ত্র মতে শুক্রবারে লক্ষ্মীদেবীর আরাধনা করতে পারলে শুভ ফল লাভ করা যায়।

Advertisement

জেনে নিন কোন উপায় শুক্রবারে করতে হবে:

শুক্রবার দিন একটা কাচের পাত্র নিন, তার মধ্যে সাতটা এক টাকার কয়েন দিন। তার পর সেই পাত্রে কিছুটা পরিমাণ চিনি দিন। চিনির উপর পাঁচটা কর্পূর এবং দুটো লবঙ্গ রেখে নিজেদের বাড়ির ঠাকুরের আসনে লক্ষ্মীদেবীর পাশে ওই সমস্ত উপাদান-সহ কাচের পাত্রটা রেখে দিন। কাচের পাত্রটির গায়ে যেন কোনও ফাটল না থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন। ওই পাত্রটা ঠাকুরের আসনেই রেখে দিতে হবে। প্রতি ২১ দিন পর পর একটি শুক্রবারে বা মাসে যে কোনও একটি শুক্রবার এই কাজটি করলেই হবে।

এর ফলাফল:

১) এই উপায়টা বাড়িতে করার ফলে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে।

২) জীবনে কখনও অভাব-অনটন আসবে না।

৩) মা লক্ষ্মীদেবীর কৃপায় পরিবার-পরিজন নিয়ে সুখে সংসার কাটবে।

Advertisement
আরও পড়ুন