Career Horoscope Prediction

গ্রহের অবস্থান অনুযায়ী মে মাসে কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন কারা? কাদের ভাগ্যে জুটবে বসের বকুনি?

এক একটি রাশিতে ভিন্ন ভিন্ন গ্রহের অবস্থানের কারণে জীবনের সব ক্ষেত্রেই ফলের পরিবর্তন দেখা যাবে। কারও ভাগ্যে শুভ যোগ থাকলেও, অনেককেই নানা সমস্যার সম্মুখীন হতে হবে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ০৭:৫৮
career horoscope

—প্রতীকী ছবি।

মে মাসের প্রথম দিন মেষ রাশিতে অবস্থান করবে রবি। ১৫ মে রবি রাশি পরিবর্তন করে পরবর্তী বৃষ রাশিতে গমন করবে। বৃষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। ১৪ মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। মাসের প্রথম দিন চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে। কর্কট রাশিতে অবস্থান করবে মঙ্গল। কন্যা রাশিতে অবস্থান করবে কেতু। কেতু ১৮ মে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গমন করবে। মীন রাশিতে অবস্থান করবে রাহু, শুক্র, শনি এবং বুধ। বুধ ৭ মে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে গমন করবে। রাহু ১৮ মে কুম্ভ রাশিতে গমন করবে। এক একটি রাশিতে ভিন্ন ভিন্ন গ্রহের অবস্থানের কারণে জীবনের সব ক্ষেত্রেই ফলের পরিবর্তন দেখা যাবে। কারও ভাগ্যে শুভ যোগ থাকলেও, অনেককেই নানা সমস্যার সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রেও নানা পরিবর্তন দেখা যাবে। রাশি মিলিয়ে দেখে নিন।

Advertisement

মেষ রাশি: কর্মক্ষেত্র অধিপতি এবং কর্মক্ষেত্রের সঙ্গে অন্যান্য গ্রহের সম্পর্ক অনুযায়ী মাসের প্রথমভাগে শুভ ফল প্রাপ্ত হলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন দেখা যাবে। কাজের ব্যাপারে সতর্ক থাকা কাম্য।

বৃষ রাশি: বৃষ রাশির কর্মক্ষেত্রে অধিপতি এবং কর্মক্ষেত্রের সঙ্গে গ্রহের সম্পর্ক অনুযায়ী মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগে বেশি ভাল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

মিথুন রাশি: মাসের প্রথমভাগে মিথুন রাশির কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতার আশঙ্কা দেখা যাচ্ছে, তবে দ্বিতীয়ভাগে তুলনামূলক শুভ ফল প্রাপ্ত হবে।

কর্কট রাশি: কর্কট রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগে বেশি ভাল ফল পাবেন।

সিংহ রাশি: কর্মক্ষেত্রে মাসের প্রথমভাগে শুভ ফল প্রাপ্ত হলেও, দ্বিতীয়ভাগে ফলের পরিবর্তন ঘটবে। সতর্ক থাকতে হবে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের দ্বিতীয়ভাগে বৃহস্পতি প্রবেশ করবে। এর ফলে কর্মক্ষেত্রে শুভ ফল লাভ করবেন, চিন্তার কোনও কারণ দেখা যাচ্ছে না।

তুলা রাশি: কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান থাকার ফলে আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

বৃশ্চিক রাশি: মাসের প্রথমভাগ কর্মক্ষেত্রে শুভ হলেও, পরবর্তী সময়ে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশি: মাসের দ্বিতীয়ভাগে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে।

মকর রাশি: কর্মক্ষেত্রে মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগ বেশি শুভ দেখা যাচ্ছে। প্রথমভাগে বিভিন্ন বাধাবিপত্তির মধ্যে দিয়ে সফলতা আসতে পারে।

কুম্ভ রাশি: মাসের প্রথমভাগে কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।

মীন রাশি: কর্মক্ষেত্রে মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগ বেশি শুভ দেখা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন