Astrological Prediction

‘করব-লড়ব-জিতব’ মন্ত্রে বিশ্বাসী, তুমুল ঝড়েও ভেঙে পড়েন না! চারটি তারিখে জন্মানো ব্যক্তিরা জন্মগত ‘ফাইটার’

বিশেষ কয়েকটি তারিখে জন্মানো ব্যক্তিরা মনের দিক দিয়ে অত্যন্ত শক্ত হন। তাঁদের সঙ্গে যা-ই ঘটে যাক না কেন, তাঁরা কখনও ভেঙে পড়েন না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৪:২৬
astro

—প্রতীকী ছবি।

আমাদের জন্মতারিখ ও জন্মমাসের উপর অনেক কিছু নির্ভর করে। আমরা কোন দিনে, কোন সময়ে জন্মেছি সেটির বিচারে আমাদের সম্বন্ধে নানা কিছু বলে দেওয়া সম্ভব। শাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ কয়েকটি তারিখে জন্মানো ব্যক্তিরা মনের দিক দিয়ে অত্যন্ত শক্ত হন। তাঁদের সঙ্গে যা-ই ঘটে যাক না কেন, তাঁরা কখনও ভেঙে পড়েন না। সর্বদা শিরদাঁড়া সোজা রেখে চলতে জানেন। এঁদের কোনও ভাবেই দমানো যায় না। তালিকায় কোন কোন তারিখের কথা বলা রয়েছে জেনে নিন।

Advertisement

৪: ৪ তারিখে জন্মানো ব্যক্তিরা লড়াই করার শক্তি নিয়েই জন্মান বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। জীবন ওলটপালট হয়ে গেলেও এঁরা আশা রাখা ছাড়েন না। সব সময়, সব ক্ষেত্রে লড়াই করে যেতে প্রস্তুত এঁরা। এঁরা বিশ্বাস করেন যে পরিশ্রমের দ্বারা সব অর্জন করা যায়। কঠোর পরিশ্রম করা থেকে এঁরা কখনও পিছপা হন না। সফলতার পথে যে বাধাই আসুক না কেন, এঁরা সেটি অতিক্রম করে এগিয়ে যান।

৮: যে সকল ব্যক্তির জন্মতারিখ ৮, তাঁরাও মনের দিক দিয়ে অত্যন্ত শক্ত হন। এঁরা আবেগের স্রোতে জীবন কাটান না। অত্যন্ত বাস্তববাদী হন। জীবনে চলার পথে আসা নানা বাধাবিপত্তি দেখে এঁরা শঙ্কিত হন না। বরং দক্ষতার সঙ্গে সেগুলিকে অতিক্রম করে সফলতার শীর্ষে পৌঁছোন। লোকে কী বলছে সে বিষয়ে এঁরা কান দেন না। নিজেদের মতো করে জীবন কাটাতে ভালবাসেন।

১৩: ১৩ তারিখে জন্মানো ব্যক্তিদের জীবনে চলার পথে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। এঁদের কোনও কাজই সহজ পথে হয় না। সব ক্ষেত্রেই জটিলতা এঁদের ধাওয়া করে বেড়ায়। কিন্তু তাতে এঁদের কিছু এসে-যায় না। জীবনের ছন্দপতন ঘটছে বলে যে মনখারাপ করে বসে থাকবেন, সেই মনোভাব এঁদের নেই। বরং জীবনকে কী ভাবে ছন্দে ফেরানো যায় সেই চেষ্টায় বুঁদ থাকেন এঁরা এবং সফলও হন।

২২: যে সকল জাতক-জাতিকা ২২ তারিখে জন্মান, তাঁরা কখনও পরিশ্রম করার ব্যাপারে পিছপা হন না। প্রবল চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে পারেন এঁরা। লক্ষ্যপূরণে স্বাভাবিকের থেকে বেশি সময় লাগলেও এঁরা ধৈর্য হারিয়ে ফেলেন না। যেটা চাইছেন, সেটা না পাওয়া পর্যন্ত এঁরা লড়ে চলেন। এঁরা উচ্চাকাঙ্ক্ষী হন। আবেগের বশে কাজ করা বা সিদ্ধান্ত নেওয়া পছন্দ করেন না।

Advertisement
আরও পড়ুন