Turmeric Spiritual Benefits

রান্নার মান ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে কপালের হাল বদলাতেও সক্ষম হলুদ! মানতে হবে সহজ কিছু উপায়

রান্নাবাড়ি, স্বাস্থ্য থেকে রূপচর্চা, সব ক্ষেত্রেই হলুদের জয়জয়কার। তবে এ সকল চেনা ছকের বাইরে, আমাদের ভাগ্যের হাল বদলাতেও ব্যবহৃত হয় হলুদ। হলুদ দিয়ে কিছু টোটকা পালন করলে জীবনের নানা দিকে থেকে উন্নতি লাভ করা যায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৩০
turmeric

—প্রতীকী ছবি।

রান্নার কাজে হলুদের ব্যবহার সম্পর্কে প্রায় সকলেরই জানা আছে। কোনও পদের রূপ-রস-গন্ধ বদলাতে কার্যকরী হলুদ। স্বাস্থ্যের মান বজায় রাখতেও কার্যকরী এই মশলা। এমনকি রূপচর্চাতেও এর নামডাক রয়েছে। তবে এ সকল চেনা ছকের বাইরে, আমাদের ভাগ্যের হাল বদলাতেও ব্যবহৃত হয় হলুদ। হলুদ দিয়ে কিছু টোটকা পালন করলে জীবনের নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। সেগুলি কী ভাবে করতে হবে জেনে নিন।

Advertisement

টোটকা:

১. সাফল্যের পথে বার বার বাধার সম্মুখীন হতে হলে যে কোনও সপ্তাহের বৃহস্পতিবার কাঁচা হলুদ দিয়ে মালা গেঁথে গণপতিকে অর্পণ করুন। আটকে থাকা কাজ মিটে যাবে। সমস্ত বাধা দূর হয়ে যাবে।

২. বাড়িতে থাকা গণেশমূর্তির পায়ের কাছে একটি বাক্সে কিছুটা হলুদের গুঁড়ো রেখে দিন। কোনও শুভ কাজে বেরোনোর আগে সেখান থেকে হলুদ নিয়ে গণেশের কপালে তিলক কেটে প্রণাম করুন ও নিজের কপালেও তিলক লাগান। কাজটি সম্পন্ন হবে।

৩. আটকে থাকা টাকা ফেরত পেতে কয়েকটি চাল নিয়ে তাতে হলুদ লাগান। তার পর সেগুলি একটা লাল কাপড়ের টুকরোয় মুড়িয়ে মানিব্যাগে রেখে দিন। আটকে থাকা টাকা ফেরত পেতে আর কোনও অসুবিধা হবে না।

৪. যে কোনও বৃহস্পতিবার লাল কাপড়ে কাঁচা হলুদ বেঁধে সেটিকে টাকা রাখার জায়গায় রেখে দিন। অর্থসঙ্কট থেকে মুক্তি পাবেন।

৫. মনে করা হয়, হলুদ নারায়ণের অত্যন্ত প্রিয় একটি জিনিস। লক্ষ্মী-নারায়ণের কৃপা লাভ করতে বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণকে হলুদ রঙের ডাল ও কাঁচা হলুদ নিবেদন করুন। জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করবেন।

Advertisement
আরও পড়ুন