Zodiac Signs with Money Luck

কারক গ্রহের কারসাজিতে কোটিপতি হন পাঁচ রাশি! অনায়াসেই ‘অর্থের সাগরে’ ভেসে বেড়ান জাতক-জাতিকারা

পাঁচ রাশির ব্যক্তিরা বেশি পরিশ্রম না করেই কোটিপতি হয়ে যান। নেপথ্যে থাকে গ্রহের আশীর্বাদ। জেনে নিন কারা সেই ভাগ্যবান।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ০৭:৫৫
astrology

—প্রতীকী ছবি।

কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখেন! সকলেই অনেক সম্পত্তির মালিক হতে চান। কিন্তু সকলের ভাগ্যে সে সুবর্ণযোগ থাকে না। অনেকে প্রচুর পরিশ্রমের পরেও যোগ্য টাকা লাভ করেন না। তেমনই বহু মানুষ বিশেষ কষ্ট না করেই প্রচুর টাকা পেয়ে যান। শাস্ত্রমতে, এর নেপথ্যে রয়েছে জন্মছকে কয়েকটি গ্রহের যোগ। রাশিচক্রের ১২টি রাশির মধ্যে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জন্মপত্রিকাতেই সাধারণত সেই যোগ বেশি দেখা যায়। জেনে নিন ধনবানদের তালিকায় কারা রয়েছেন।

Advertisement

কোন কোন রাশির জন্মছকে কোটিপতি হওয়ার যোগ দেখা যায়?

মেষ: ধনসম্পদের সঙ্গে রবির সম্পর্ক রয়েছে। মেষ রাশির জন্মছকে রবির শুভ অবস্থানের জন্য এই রাশির জাতক-জাতিকারা প্রচুর ধনসম্পদের মালিক হন। জীবনে কখনও টাকাপয়সার অভাব হয় না।

কর্কট: কর্কট রাশির ব্যক্তিরা বৃহস্পতির কৃপায় আর্থিক দিক দিয়ে সচ্ছলতা লাভ করেন। বৃহস্পতির আশীর্বাদে এই রাশির ব্যক্তিরা সহজেই কোটি টাকার মালিক হতে পারেন।

তুলা: শনির কৃপাতেও ধনসম্পদ প্রাপ্তি হয়। তুলা রাশির জাতক-জাতিকাদের কোষ্ঠীতে শনি সুস্থানে থাকলে ভাগ্য খুলে যায়। টাকাপয়সা সংক্রান্ত কোনও সমস্যা এঁদের কাছে ঘেঁষতে পারে না। কোটিপতি হওয়ার পথ সুপ্রশস্ত হয়।

মকর: মকর রাশির জাতক-জাতিকাদের জন্মছকে মঙ্গল শুভ স্থানে থাকলে চোখে পড়ার মতো অর্থলাভ হয়। মঙ্গল ধনসম্পদের কারক গ্রহ। মঙ্গল যদি চায়, মকর রাশির জাতক-জাতিকারা অনায়াসেই কোটিপতির আসনে বসতে পারেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কোটিপতি হওয়ার জন্য বিশেষ পরিশ্রম করতে হয় না। কোনও গ্রহের কল্যাণে নয়, বরং পূর্বপুরুষের সম্পত্তি লাভের দ্বারা এঁরা অনায়াসেই কোটির পাহাড় ছুঁয়ে ফেলেন। পরিসংখ্যান বলছে, বৃশ্চিক রাশির ব্যক্তিরা অন্যান্য রাশির ব্যক্তির তুলনায় বেশি পৈতৃক সম্পত্তি লাভ করেন।

Advertisement
আরও পড়ুন