Slow Achiever Zodiac Signs

পেশাজীবনের প্রথমে মনের মতো আয় না হলেও পকেট ভরে পরবর্তী কালে! ‘বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়’ চার রাশির জীবন

শাস্ত্র জানাচ্ছে কিছু রাশির ব্যক্তিরা অন্যদের তুলনায় দেরিতে টাকার মুখ দেখতে পান। অর্থ এঁদের কাছে আসে, তবে একটু সময় নিয়ে। এঁরা একেবারে প্রচুর টাকার মালিক না হলেও, সময়ের সঙ্গে বৈভবের স্বাদ পান।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৮:৪০

—প্রতীকী ছবি।

জীবনে টাকার প্রয়োজন সকলেরই রয়েছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা সকলের হাতে নেই। অনেকেই রয়েছেন যাঁরা প্রচুর পরিশ্রম করার পরও মনের মতো অর্থ উপার্জন করতে পারেন না। ফলত কাজ করার ইচ্ছাশক্তি ধীরে ধীরে লোপ পায়। নিজের কর্মদক্ষতার উপর থেকে বিশ্বাস উঠে যায়। এমন পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে মানুষেরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু শাস্ত্র জানাচ্ছে কিছু রাশির ব্যক্তিরা অন্যদের তুলনায় দেরিতে টাকার মুখ দেখতে পান। অর্থ এঁদের কাছে আসে, তবে একটু সময় নিয়ে। এঁরা একেবারে প্রচুর টাকার মালিক না হলেও, সময়ের সঙ্গে বৈভবের স্বাদ পান। তালিকায় কোন কোন রাশি রয়েছে জেনে নিন।

Advertisement

বৃষ: বৃষ রাশির ব্যক্তিরা পেশাজীবনের প্রথমেই দারুণ মাইনার চাকরি পেয়ে যান না। তবে পরিশ্রম করে চললে এঁদের ভাগ্যের পরিবর্তন ঘটে। শুক্র এঁদের জাতক গ্রহ। ফলত পর্যাপ্ত পরিশ্রম করলে শুক্রের কৃপায় এঁরা বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ পান। অর্থ বৃষ ব্যক্তিদের কাছে ধীর গতিতে আসলেও, সেটির স্থায়িত্বকাল হয় দীর্ঘমেয়াদী।

কর্কট: চাঁদের রাশি কর্কট জাতক-জাতিকাদের কম বয়সেই ধনী হওয়া থেকে মূলত আটকায় তাঁদের আবেগ। এঁরা পর্যাপ্ত পরিমাণ আয়ের পরও টাকা দেখতে পারেন না নিজেদের খরচের হাতের জন্য। এঁরা আবেগের বশে যা মন চায়, তা-ই কিনে ফেলেন। সেই স্বভাব যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলে যায়। তখন গিয়ে তাঁরা মনের মতো সঞ্চয় করতে পারেন।

কন্যা: কন্যা রাশির ব্যক্তিরা ভালবেসে কাজ করেন। এঁরা ফলের আশায় থাকেন না, কিন্তু সময়ের সঙ্গে পরিশ্রমের ফল ঠিকই পান। কন্যা জাতক-জাতিকারা পরিকল্পনা করে জীবন কাটাতে ভালবাসেন। ভুলভাল জিনিসের পিছনে খরচ করার স্বভাব এঁদের নেই। তাই কন্যা জাতক-জাতিকারা খুব ভাল টাকা জমাতে পারেন। শেষ বয়সটা এঁদের বিলাসিতায় কাটে।

মকর: কম বয়সে অর্থকষ্টে ভুগতে হয় মকর জাতক-জাতিকাদেরও। তবে এই রাশির ব্যক্তিরা সেটিকে কষ্ট বলে ভাবেন না। এঁরা নিজের মতো করে পরিশ্রম করে চলেন। এঁদের অর্থভাগ্য ধীরে ধীরে উন্নত হয়। আয় বাড়ে, কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে। হঠাৎ করে প্রচুর অর্থের মালিক হয়ে যান না। কিন্তু একটা সময় পরে গিয়ে এঁদের জীবনে অর্থ সংক্রান্ত কোনও সমস্যা আর থাকে না।

Advertisement
আরও পড়ুন