—প্রতীকী ছবি।
শাস্ত্রমতে, ২০২৬ হতে চলেছে নিজেকে চেনার বছর। সূর্যের বছর ২০২৬-এ সকল রাশির ব্যক্তিরাই নিজের অন্তরে থাকা নানা জিনিস অনুধাবন করতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ সূর্য আমাদের নিজেকে চিনতে শেখাবে। সেই জানা বা বোঝা যে সকলের ক্ষেত্রে মনের মতো হবে তা নয়। কেউ হয়তো নিজের অন্তরে থাকা কোনও বদভ্যাসেরও খোঁজ পেতেই পারেন। তেমনই কিছু রাশি নিজের ক্ষমতার সন্ধান পাবে। সেই সকল রাশির ব্যক্তিরা হয়তো জানতেনই না যে তাঁদের পক্ষে সে রূপ কোনও কাজ করা সম্ভব। কিন্তু তাঁরা নিজের দক্ষতায় সবটা করবেন এবং প্রশংসিতও হবেন।
কোন কোন রাশি নিজের অর্ন্তনিহিত ক্ষমতা সম্বন্ধে জানতে পারবেন?
সিংহ: নতুন বছরে সিংহ রাশির জাতক-জাতিকাদের আর অপরের থেকে প্রশংসা কুড়োনোর প্রয়োজন পড়বে না। এঁরা নিজেরাই নিজেদের কাজের ক্ষেত্রে প্রেরণা জোগাবেন বলে মনে করা হচ্ছে। নিজের সঙ্গে অপরকেও উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। সিংহ রাশির ব্যক্তিরা যে তোষামোদ ছাড়াও কাজ করতে পারেন, সেটা এই নতুন বছরে তাঁরা প্রমাণ করে দেবেন।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ২০২৬-এ নিজেদের পছন্দ-অপছন্দ নিয়ে আরও নিশ্চিত হবেন। এঁদের জীবনে নিশ্চয়তা আসবে। মনের গহীনে যা কিছু নিয়ে এত দিন ধরে নানা দ্বন্দ্ব চলত, সেগুলি থেকে ধীরে ধীরে এঁরা নিজেদের মুক্ত করতে পারবেন। সুখী জীবনের প্রতি এঁদের ঝোঁক বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির ব্যক্তিরা নিজেকে ভালবাসতে শিখবেন।
মকর: ২০২৬-এ মকরের জাতক-জাতিকারা নিজেদের কর্মদক্ষতা সম্বন্ধে জানতে পারবেন। এত দিন তাঁরা যে সকল কাজ করার ভরসা পেতেন না, সে সব কিছু এই বছর তাঁরা ভরসার সঙ্গে করতে পারবেন। আত্মবিশ্বাসের অভাব ঘুচবে। এই রাশির ব্যক্তিরা নিজেরাই নিজেদের এই পরিবর্তন দেখে অবাক হবেন। তবে এক দিনেই সব কিছু বদলে যাবে না, সময়ের সঙ্গে বদল চোখে পড়বে।