sweeping at night

ঝকঝকে-তকতকে রাখতে দিন-রাত ঝাড়ু দিচ্ছেন বাড়িতে? অজান্তেই ধনদেবীর ক্রোধ বাড়িয়ে তুলছেন না তো?

হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। যে বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে লক্ষ্মীদেবীর আগমন ঘটে বলে মনে করা হয়। আবার ধনদেবীকে প্রসন্ন রাখতে হলে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৮
Why we should not sweep the house at night

ছবি: ( এ আই সহায়তায় প্রণীত)।

ঘরবাড়ি তকতকে রাখতে অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত বেশ কয়েক বার ঝাড়ু দেন বা মোছামুছি করেন। যে বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে লক্ষ্মীদেবীর আগমন ঘটে বলে মনে করা হয়। আবার ধনদেবীকে প্রসন্ন রাখতে হলে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। তা না হলে হিতে বিপরীত ফল হতে পারে। মা লক্ষ্মীর আশীর্বাদের বদলে কোপ নেমে আসতে পারে সংসারে। তাই ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ু দেওয়ার কতগুলি নিয়ম মেনে চলতে হবে।

Advertisement

হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। রাতের বেলায় এটিকে ব্যবহার করলে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয় জ্যোতিষে। বাস্তুশাস্ত্র মতে, সন্ধ্যার পরে বা রাতের দিকে ঝাঁটা দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করলে বাড়ির সমৃদ্ধি এবং সুস্থতার উপর নেতিবাচক প্রভাব পড়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে কোনও সময় বাড়িতে ঝাড়ু দেওয়া ঠিক নয়। তাতে মা লক্ষ্মী কুপিত হন।

বাস্তুমতে ও জ্যোতিষমতে রাতের দিকে ঝাড়ু দেওয়া অশুভ। রাতের বেলায় ঝাঁটা ব্যবহার করলে দারিদ্র নেমে আসে সংসারে। ধনের দেবী অপ্রসন্ন হন। ইতিবাচক শক্তিকে সরিয়ে স্থান করে নেয় নেতিবাচক শক্তি। রাতের দিকে ঘরে ঝাড়ু দেওয়ার অর্থ হল দেবীর অপমান। এর ফলে দেবী লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। ফলে সংসারে আর্থিক কষ্ট ও অশান্তি নেমে আসতে পারে।

বাস্তুশাস্ত্রে বলা হয়ে থাকে, সারা দিনে চার বার ঘরে ঝাড়ু দেওয়া যায়। সকালের দিকে চেষ্টা করুন যতটা সম্ভব ঘরদোর পরিষ্কার করে নিতে। যদি সন্ধ্যায় ঝাড়ু দিতে চান তবে সূর্য ডোবার আগেই সেই কাজ সেরে ফেলতে হবে। সূর্য ডোবার পরে কখনওই ঝাঁটা ব্যবহার করা যাবে না। তাতে কিন্তু মা লক্ষ্মীর ক্রোধ বৃদ্ধি পায়। সংসারে বিরাজ করেন না ধনের অধিষ্ঠাত্রী দেবী।

Advertisement
আরও পড়ুন