HIV Cases in Uttarakhand Hospital

১৫ মাসে এডসে আক্রান্ত হয়ে উত্তরাখণ্ডের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন! কারণ নিয়ে ধন্দ

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের অধিকাংশই পুরুষ। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৪৭৭ জন এডসে আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৪:০৩
১৫ মাসে এডসে আক্রান্ত হয়ে উত্তরাখণ্ডের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন!

১৫ মাসে এডসে আক্রান্ত হয়ে উত্তরাখণ্ডের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন! —প্রতীকী চিত্র।

১৫ মাসে এডসে আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন! উত্তরাখণ্ডের হলদোয়ানি এলাকার সুশীলা তিওয়ারি সরকারি হাসপাতালের দেওয়া তথ্য তেমনটাই জানাচ্ছে। ওই ৪৭৭ জনের মধ্যে আট জন শিশুও রয়েছে। প্রত্যেকেই বিভিন্ন উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে পরীক্ষায় ধরা পড়ে তাঁরা এইআইভি পজ়িটিভ, অর্থাৎ এডসে আক্রান্ত। কী ভাবে এত বিপুল সংখ্যক মানুষ এডসে আক্রান্ত হলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের অধিকাংশই পুরুষ। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৪৭৭ জন এডসে আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত মাসেই পরীক্ষায় ধরা পড়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন এডসে আক্রান্ত।

বিষয়টি যে উদ্বেগজনক, তা মানছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কী কারণে অল্প সময়ে এত মানুষ এই সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন? এ ক্ষেত্রে চিকিৎসকেরা মূলত দু’টি কারণের কথা বলছেন। এক, মাদকাসক্তি। একই ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে মাদক নিচ্ছেন একাধিক ব্যক্তি। আর দুই, অসুরক্ষিত যৌন সংসর্গ। ফলে বহু মানুষ এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন। এ-ও মনে করা হচ্ছে, এইচআইভি আক্রান্ত মায়েদের শিশুরাও একই ভাবে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। এই বিষয়ে এগিয়ে এসেছে জেলা প্রশাসনও।

Advertisement
আরও পড়ুন