Earthquake in Kargil

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ এবং কাশ্মীর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২

হঠাৎই কম্পন অনুভূত হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ সমাজমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৭:৫০
ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা।

ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। —প্রতীকী ছবি।

মধ্যরাতে ভূমিকম্প! কেঁপে উঠল লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের উৎসস্থল কার্গিল। জাতীয় ভূকম্প পরিমাপ কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

Advertisement

রাত ২টো ৫০ মিনিটে হঠাৎই কম্পন অনুভূত হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ সমাজমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদহানির খবর মেলেনি।

প্রসঙ্গত, লাদাখ ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জ়োন ৪’-এর মধ্যে পড়ে।কোনও অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা কতটা রয়েছে, তার উপর নির্ভর করে এই অঞ্চলগুলিকে ভাগ করা হয়। হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত লাদাখ এমনতিই ভূকম্পপ্রবণ। প্রায়ই সেখানে ভূমিকম্পের ঘটনা ঘটে।

Advertisement
আরও পড়ুন