Plane Crash In Ahmedabad

আমলাদের দিয়ে তদন্ত কেন, প্রশ্ন

আমদাবাদের বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে ঘটনার পরেই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ে নরেন্দ্র মোদী সরকার। আজ ছিল ওই কমিটির প্রথম বৈঠক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ০৮:৪৮

—ফাইল চিত্র।

আমদাবাদের বিমান দুর্ঘটনার পিছনে ব্যবস্থাগত ত্রুটি কিছু ছিল কি না তা খতিয়ে দেখতে দুর্ঘটনার একেবারে মূলে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি। এ দিকে, বিশেষজ্ঞদের পাশাপাশি আমলাদের দিয়ে কেন দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁদের আশঙ্কা, দুর্ঘটনার প্রকৃত কারণ ধামাচাপা দিতেই ওই আমলাদের মাঠে নামানো হয়েছে।

আমদাবাদের বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে ঘটনার পরেই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ে নরেন্দ্র মোদী সরকার। আজ ছিল ওই কমিটির প্রথম বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের নেতৃত্বে ওই বৈঠকে ছিলেন বিমান মন্ত্রকের সচিব সমীর কুমার সিন্‌হা, এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি), এয়ার ইন্ডিয়া ও আবহাওয়া দফতরের প্রতিনিধিরা। ছিলেন গুজরাতের ত্রাণ কমিশনারও। ওই দুর্ঘটনার পিছনে যান্ত্রিক না মানবিক ত্রুটি, দুর্ঘটনার সময়ে আবহাওয়া কেমন ছিল, সব নিরাপত্তাজনিত প্রোটোকল মানা হয়েছিল কি না, দুর্ঘটনার দিনে আমদাবাদ বিমানবন্দরের কর্মীদের ভূমিকা, সে সবই বিস্তারিত খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রুখতে কী ধরনের নিয়ম মেনে চলা উচিত, সে বিষয়েও তিন মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দেবে ওই কমিটি।

এ দিকে, এএআইবি-র তদন্তের পাশাপাশি কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে সমান্তরাল তদন্তের নির্দেশ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির। এর পিছনে দুর্ঘটনার আসল কারণ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে বিরোধীরা সংশয় প্রকাশ করেছেন। সিপিএম পলিটব্যুরোর প্রশ্ন, ওই কমিটিকেও দুর্ঘটনার মূলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারাও ‘ব্ল্যাক বক্স’ খতিয়ে দেখবে। আমলাদের নিয়ে সমান্তরাল তদন্তের ফলে, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)-র প্রোটোকল, ২০১৭-র এয়ারক্রাফ্ট ইনভেস্টিগেশন অব অ্যাকসিডেন্টস অ্যান্ড ইনসিডেন্টস-এর বিধিনিয়ম মেনে এএআইবি-র তদন্ত লঘু হবে। সরকারি হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হবে।

বিরোধীদের দাবি, তদন্তের বিষয়টি পেশাদার, বিশেষজ্ঞদের উপরে ছেড়ে দেওয়া হোক। উচ্চপর্যায়ের কমিটি শুধু বিভিন্ন সুরক্ষা সংক্রান্ত বিধি কার্যকর করার বিষয়টি খতিয়ে দেখুক। যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোখা যায়।

আরও পড়ুন