Jharkhand Crime

‘টাকা ও মোবাইল চাই’! দাবি মেটাননি স্বামী, রাগে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন স্ত্রী

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় মহাদেবের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩২
A woman arrested for allegation of stabs husband to death over money and phone in Jharkhand

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

টাকা এবং মোবাইল ফোন চেয়েছিলেন স্বামীর কাছে। কিন্তু স্বামী সেই দাবি মানতে না-চাওয়ায় অশান্তি। সেই অশান্তি থেকেই হাতাহাতি এবং শেষে রক্তারক্তি। অভিযোগ, দাবি মতো টাকা এবং মোবাইল না-দেওয়ায় স্বামীকে কুপিয়ে খুন করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়া জেলার মিহিজামের পাইপলাইন এলাকায়।

Advertisement

মৃত ব্যক্তির নাম মহাবীর যাদব (৪০)। বিহারের বাসিন্দা হলেও বেশ কয়েক বছর পরিবার নিয়ে জামতাড়ায় থাকছিলেন তিনি। সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) বিকাশ বলেন, ‘‘রবিবার রাতে মহাবীরের সঙ্গে অশান্তি বাধে তাঁর স্ত্রী কাজল দেবীর। তিনি তাঁর স্বামীর কাছে কিছু টাকা এবং মোবাইল চেয়েছিলেন। কিন্তু মহাদেব তা দিতে রাজি ছিলেন না। সেই নিয়ে অশান্তি। ঝগড়ার মধ্যেই কাজল তাঁর স্বামীকে ছুরি দিয়ে আঘাত করেন।’’

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় মহাদেবের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনাস্থল থেকে খুনের অস্ত্রটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বিকাশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে মিহিজামের পুলিশ।

Advertisement
আরও পড়ুন