Abhishek Banerjee

কংগ্রেসকে একটি আসনও ছাড়তে চান না অভিষেক

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ও তাঁর প্রস্তাবিত বাবরি মসজিদের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না অভিষেক। তাঁর বক্তব্য, এর কোনও প্রভাব আসন্ন বিধানসভা ভোটে পড়বে না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৯:২৭
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের যতটা সাংগঠনিক সক্রিয়তা রয়েছে তার তুলনায় উত্তরের ভিত এখনও ততটা পোক্ত নয়। তবে পরিস্থিতির উন্নতির জন্য চেষ্টা চলছে। আজ সংসদে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এ দিন আরও জানিয়েছেন, বিধানসভা ভোটে রাজ্যে কংগ্রেসকে একটি আসনও ছাড়ার পরিকল্পনা নেই তৃণমূলের।

বিধানসভা ভোটের আগে দলের সাংগঠনিক প্রস্তুতি সম্পর্কে অভিষেক বলেন, “দুই চব্বিশ পরগনা, হুগলি বা বর্ধমানে আমাদের কাজ এবং তার প্রচার যতটা সক্রিয় ভাবে হচ্ছে, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে তেমনটা নয়। বিজেপির ব্যর্থতাকে তুলে ধরার ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি। তবে ব্লক টাউন কমিটির পরিবর্তন হয়েছে। যারা ব্লকে হেরেছেন, তাঁদের জবাবদিহি করা এবং প্রয়োজনে সরিয়ে দিয়ে যোগ্যতরদের জায়গা করে দেওয়া হয়েছে। ব্লক ভিত্তিক পরিবর্তন করে নতুন টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ও তাঁর প্রস্তাবিত বাবরি মসজিদের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না অভিষেক। তাঁর বক্তব্য, এর কোনও প্রভাব আসন্ন বিধানসভা ভোটে পড়বে না। অভিষেক বলেন, “আমরা মন্দির-মসজিদের রাজনীতি করি না। তা ছাড়া, হুমায়ুন ২০১৯-এ যখন বিজেপির প্রার্থী ছিল তখন এই চিন্তা মাথায় আসেনি বা তারও আগে না এসে কেন এখনই এল, সেই প্রশ্ন এসে যায়।” অভিষেকের বক্তব্য, বিজেপি মেরুকরণের রাজনীতির স্বার্থে হুমায়ুনকে পিছন থেকে চালনা করছে। মেরুকরণকে বিজেপি এ বারের ভোটে অস্ত্র করবে ধরে নিয়েও তৃণমূল নেতা মনে করছেন, এই ভাবে তৃণমূলকে হারানো সম্ভব নয়। অভিষেকের কথায়, “ধর্মীয় মেরুকরণ করে বাংলায় ভোটে জেতা যায় না। যদি যেত তাহলে ২৪-এর লোকসভা ভোটে বিজেপি ৩০টা আসন পেত।”

তৃণমূলকে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-র শরিক হিসেবে মনে করলেও আসন্ন বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে যে একটি আসনও ছাড়া হবে না— সে কথাও আজ স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, “এখনও পর্যন্ত বাংলায় কংগ্রেসের এমন কিছু নেই যা দেখে আমাদের জোট করতে হবে। এর আগে লোকসভায় তাদের দু’টি আসন ছিল। ২০২৪ সালের লোকসভা ভোটে আমাদের তরফে সমসংখ্যক আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলাম। তারা প্রত্যাখ্যান করেছিল। তার ফলাফল সবাই দেখতে পেয়েছেন। দু’টো থেকে কমে এখন একটা আসনে তাঁদের সাংসদ। তবে এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাই নেবেন।” অভিষেক আরও বলেন, ‘‘পশ্চিমবঙ্গে তৃণমূলের জেতার জন্য কংগ্রেসকে দরকার নেই। ২০১৪, ২০১৬, ২০১৯ ও ২০২৪ সালে আমরা নিজেরাই লড়ে জিতেছি। কারও সাহায্যের দরকার পড়েনি। আমাদের লক্ষ্য হল বাংলার রিপোর্ট কার্ড মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া।’’

আরও পড়ুন