India- Afganistan

আবার সফরে তালিবান মন্ত্রী

আগামী সপ্তাহে আসছেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী নূর জালাল জালালি। ভারতের অর্থ সাহায্যে চলা বিভিন্ন পুরনো এবং কিছু নতুন প্রকল্প নিয়ে আলোচনা হবে দু’পক্ষের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৭:২১
আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী নূর জালাল জালালি।

আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী নূর জালাল জালালি। — ফাইল চিত্র।

এক মাস আগেই ভারত সফর করে গিয়েছেন তালিবান সরকারের বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি। আগামী সপ্তাহে আসছেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী নূর জালাল জালালি। ভারতের অর্থ সাহায্যে চলা বিভিন্ন পুরনো এবং কিছু নতুন প্রকল্প নিয়ে আলোচনা হবে দু’পক্ষের। যার মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া সেন্টার, একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, শিশু হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, একটি নতুন ৩০ বেডের হাসপাতালের মতো প্রকল্প। সব মিলিয়ে তিন মাসে তিন জন তালিবান মন্ত্রীর ভারত সফর পাকিস্তানের কাছে যথেষ্ট চাপের বলে মনে করছে কূটনৈতিক শিবির। প্রসঙ্গত গত অক্টোবরে তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসে ছ’দিন ছিলেন।

আরও পড়ুন