Air India Delhi-Mumbai flight

মাঝ-আকাশে গোলযোগ! ওড়ার কিছু ক্ষণ পরেই দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান, রিপোর্ট তলব করল কেন্দ্র

ওই বিমানে যে যাত্রীরা ছিলেন, তাঁদের বিকল্প বিমানে মুম্বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। গোটা ঘটনায় যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে সংস্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১১:০৮

— প্রতীকী চিত্র।

দিল্লি বিমানবন্দর থেকে উড়ানের কিছু ক্ষণ পরেই আবার সেখানে ফিরে এল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সোমবার রাতে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছিল সেটি। সূত্রের খবর, ওড়ার পরে মাঝ-আকাশে ইঞ্জিনের তেলে চাপ কমে যাওয়ায় বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় বিমান সংস্থার থেকে রিপোর্ট চাইল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ-কে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করতেও বলা হয়েছে।

Advertisement

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এআই৮৮৭ বোয়িং বিমানটি সোমবার রাত ৩টে ২০ মিনিট নাগাদ দিল্লি থেকে উড়েছিল। উড়ানের পরেই চালক লক্ষ করেন, ডান দিকের ইঞ্জিনে (দু’নম্বর ইঞ্জিন বলে পরিচিত) তেলের চাপ বেশ কম। সেই চাপ কমে শূন্যে নামে। তড়িঘড়ি বিমানটি ফিরিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করান চালক। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, নিরাপদেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। কেউ আহত হয়েছেন বলে কোনও খবর মেলেনি।

বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, বিমানের প্রযুক্তি, যন্ত্র খতিয়ে দেখা হচ্ছে। ছাড়পত্র মিললে তবেই সেটি উড়বে। ওই বিমানে যে যাত্রীরা ছিলেন, তাঁদের বিকল্প বিমানে মুম্বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। গোটা ঘটনায় যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে সংস্থা।

গত ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমগামী একটি বিমান বিজয়ওয়াড়ার জ্ঞানভরম বিমানবন্দর থেকে ওড়ার কথা থাকলেও বাতিল করে দেওয়া হয়। প্রযুক্তিগত কারণেই এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি বাতিল করা হয়। ওই বিমানে চেপে বিশাখাপত্তনাম যাওয়ার কথা ছিল প্রাক্তন রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, অন্ধ্রের কৃষিমন্ত্রী কে অটচেন্নাইডুর।

Advertisement
আরও পড়ুন