India-Pakistan Conflict

ডোভালের নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে বার্তা: সাইবার হানা চালাতে পারে পাকিস্তান, কেন্দ্র বলল, ‘অ্যাকাউন্টই নেই’

পাকিস্তান সাইবার হানা চালাতে পারে। এই মর্মে সতর্কবার্তা দেওয়া হয়েছিল দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল সেই পোস্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৬:১৮
অজিত ডোভালের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট।

অজিত ডোভালের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তান সাইবার হানা চালাতে পারে। এই মর্মে সতর্কবার্তা দেওয়া হয়েছিল দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল সেই পোস্ট। পরে বিষয়টি নজরে আসতেই কেন্দ্র জানাল, ডোভালের এ রকম কোনও ফেসবুক অ্যাকাউন্টই নেই!

Advertisement

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রত্যাঘাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডের ন’টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার রাতের সেই অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল, পাকিস্তানও হামলা চালাতে পারে। সেই চেষ্টাও তারা করেছে। সেই আবহে ডোভালের নামে ফেসবুক অ্যাকাউন্টের যে পোস্টটি ভাইরাল হয়, তাতে লেখা— ‘‘জরুরি বিষয়। খুব বড় খবর। ভারতের উপর গোপনে সাইবার হানা চালাতে পারে পাকিস্তান। এর জন্য তারা প্রস্তুত হচ্ছে। যে কোনও মেসেজ খুলবেন না। যে কারও ফোন তুলবেন না। সকলের কাছে এই বার্তা পৌঁছে দিন। সকলে সহযোগিতা করুন। সজাগ থাকুন।’’

পোস্টটি ভাইরাল হওয়ার পরেই কেন্দ্র জানাল, ডোভালের নিজস্ব কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই। যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, সেটি ভুয়ো। সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন বুরো (পিআইবি) এ কথা জানিয়েছে। পাশাপাশি, তাদের বক্তব্য, ‘‘এই সময় নাগরিকদের আরও সচেতন থাকা উচিত। কোনও ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে মাথা ঘামাবেন না। সঠিক খবর পেতে সরকারি সূত্রের উপর ভরসা রাখুন।’’

Advertisement
আরও পড়ুন