Contempt of Court Case

শার্টে বোতাম নেই কেন? এলাহাবাদ হাই কোর্টের রায়ে ছ’মাসের জেল হল আইনজীবীর

অভিযুক্ত আইনজীবীর নাম অশোক পাণ্ডে। অভিযোগ, ২০২১ সালে একটি মামলার শুনানিতে আইনজীবীর পোশাক ছাড়াই আদালতে হাজির হয়েছিলেন অশোক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৮:৩৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

খোলা ছিল শার্টের বোতাম। সেই অপরাধে ছ’মাসের জেল হল আইনজীবীর। ২০২১ সালের একটি আদালত অবমাননার মামলায় অভিযুক্ত আইনজীবীকে সম্প্রতি এমনই সাজা শুনিয়েছে এলাহাবাদ হাই কোর্ট।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আইনজীবীর নাম অশোক পাণ্ডে। অভিযোগ, ২০২১ সালে একটি মামলার শুনানিতে আইনজীবীর পোশাক ছাড়াই আদালতে হাজির হয়েছিলেন অশোক। এমনকি, তাঁর পরনের শার্টের বেশ কয়েকটি বোতামও খোলা ছিল। নিয়মভঙ্গ করায় তাঁকে আদালতকক্ষ ছেড়ে চলে যেতে বলা হলে তিনি বিচারকদের ‘গুন্ডা’ বলে অভিহিত করেন বলে অভিযোগ। একপ্রস্ত বাগ্‌বিতণ্ডাও হয়। এর পরেই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে অবমাননার মামলা দায়ের করে আদালত। বৃহস্পতিবার ওই মামলাতেই তাঁকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছে বিচারপতি বিবেক চৌধুরী এবং বিচারপতি বিআর সিংহের ডিভিশন বেঞ্চ।

এলাহাবাদ হাই কোর্টে দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, অপরাধের গুরুত্ব এবং অশোকের অতীত আচরণের ইতিহাস খতিয়ে দেখার পর মনে করা হচ্ছে, অশোকের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ নিশ্চিত করা প্রয়োজন। কারাদণ্ড ছাড়াও ওই আইনজীবীকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হবে।

অশোককে লখনউয়ের সিজেআইয়ের সামনে আত্মসমর্পণের জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে একটি শো কজ় নোটিসও জারি করেছে আদালত, যেখানে জানতে চাওয়া হয়েছে, কেন অশোককে এলাহাবাদ হাই কোর্ট এবং লখনউ বেঞ্চে আইন অনুশীলন থেকে নিষিদ্ধ করা হবে না। আগামী ১ মে-র মধ্যে জবাব দিতে হবে অশোককে।

Advertisement
আরও পড়ুন