Espionage

পাকিস্তানের প্রাক্তন পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ ছিল ধৃত ইউটিউবার জসবীরের! দাবি পঞ্জাব পুলিশের

পুলিশ সূত্রে খবর, পাকিস্তান পুলিশ থেকে অবসরের পর নিজের ইউটিউব চ্যানেল খোলেন ধিলোঁ। তিনিই জসবীরকে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কয়েক জন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১২:০৩
চরবৃত্তির অভিযোগে ধৃত পঞ্জাবের ইউটিউবার জসবীর। ছবি: সংগৃহীত।

চরবৃত্তির অভিযোগে ধৃত পঞ্জাবের ইউটিউবার জসবীর। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের প্রাক্তন পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ ছিল চরবৃত্তির অভিযোগে সম্প্রতি পঞ্জাব থেকে ধৃত ইউটিউবার জসবীর সিংহের। পঞ্জাব পুলিশ জানিয়েছে, প্রাক্তন সেই পুলিশ অফিসারের নাম নাসির ধিলোঁ। পাক পুলিশের সাব-ইনস্পেক্টর ছিলেন। ভারতে চরবৃত্তির জন্য যাঁরা জসবীরদের মতো কয়েক জনকে কাজে লাগিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম চক্রী এই পুলিশ অফিসার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পাকিস্তান পুলিশ থেকে অবসরের পর নিজের ইউটিউব চ্যানেল খোলেন ধিলোঁ। তিনিই জসবীরকে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কয়েক জন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। জেরায় জসবীর এটাও দাবি করেছেন যে, আর এক ধৃত ইউটিউবার জ্যোতি মলহোত্রার সঙ্গে লাহৌরে ১০ দিন একসঙ্গে ঘোরাফেরা করেন। জসবীরেরা পাকিস্তানে থাকাকালীন এই ধিঁলোই নয়াদিল্লিতে পাক হাই কমিশনের বহিষ্কৃত আধিকারিক এহসান-উর-রহমান ওরফে দানিশের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন।

এখান থেকেই গোয়েন্দাদের সন্দেহ, পাকিস্তানের অনেক প্রাক্তন পুলিশকর্মী এবং আধিকারিক এই চরবৃত্তির কাজে জড়িত যাঁরা বিশেষ করে ভারতীয় ইউটিউবারদের নিজের জালে ফাঁসিয়ে চরবৃত্তির কাজ করাচ্ছেন। এখনও পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যোগাযোগের সন্দেহে যে ১৫ জনের বিরুদ্ধে ‘চরবৃত্তির’ অভিযোগ, তাঁরা রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাত এবং পঞ্জাব থেকে গ্রেফতার হয়েছেন। ধৃতদের মধ্যে আছেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নেটপ্রভাবী, সিআরপিএফ জওয়ান— নানা পেশার মানুষ।

Advertisement
আরও পড়ুন