Himanta Biswa Sarma

নতুন বছরে ‘কল্পতরু’ অসমের মুখ্যমন্ত্রী, ছাত্রদের জন্য বিশেষ প্রকল্প ও মহিলাদের নগদ উপহারের ঘোষণা

গত ২০২৪ সালে ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য ‘নিযুত ময়না’ প্রকল্প ঘোষণা করেছিল অসম সরকার। তার পরে এই ধরনের প্রকল্প ছাত্রদের জন্য চালু করার দাবি উঠেছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০১:৩৮
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। — ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচনের খুব বেশি দেরি নেই। তার আগে নতুন বছরের প্রথম দিনেই ছাত্র ও মহিলাদের জন্য ‘উপহার’ ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আগামী মাস থেকেই তা কার্যকর হবে বলে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন তিনি।

Advertisement

নতুন প্রকল্প ‘বাবু আচনি’ অনুযায়ী, পয়লা ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রদের বৃত্তি হিসাবে দেওয়া হবে প্রতি মাসে দু’হাজার টাকা। স্নাতকস্তরের ছাত্রদের দেওয়া হবে এক হাজার টাকা করে। অবশ্য সকলের জন্য প্রযোজ্য নয় এই প্রকল্প। যাঁদের বাবা-মা সরকারি কর্মচারী বা যাঁদের অভিভাবকদের বার্ষিক আয় চার লক্ষ টাকার বেশি তাঁদের ছেলেরা এই প্রকল্পের সুযোগ পাবে না। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, গত ২০২৪ সালে ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য ‘নিযুত ময়না’ প্রকল্প ঘোষণা করেছিল অসম সরকার। তার পরে এই ধরনের প্রকল্প ছাত্রদের জন্য চালু করার দাবি উঠেছিল। মুখ্যমন্ত্রী তা বিবেচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বার ছাত্রদের জন্য এল সেই প্রকল্প।

এক্স হ্যান্ডলে হিমন্ত বিশ্বশর্মার পোস্ট।

এক্স হ্যান্ডলে হিমন্ত বিশ্বশর্মার পোস্ট।

অন্য দিকে, ‘অরুণোদয়’ প্রকল্পের মহিলা উপভোক্তারা অসমীয় নববর্ষ বোহাগ বিহু (এপ্রিল) উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি ৩৭ লক্ষেরও বেশি মহিলাকে ‘বোহাগ বিহু’ উপহার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিজনের জন্য বরাদ্দ তিন হাজার টাকা। সেই সঙ্গে তিনি জানান, জানুয়ারি থেকে এপ্রিল মাসের জন্য ‘অরুণোদয়’ প্রকল্পের আওতায় থাকা মহিলাদের দেওয়া হবে আট হাজার টাকা।

Advertisement
আরও পড়ুন