(বাঁ দিকে) বিহারের বিজেপি নেতা খুনের পর ঘটনাস্থলে পুলিশ। (ডান দিকে) বিজেপি নেতা গোপাল খেমকা। ছবি: সংগৃহীত।
বিহারের ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকা শুক্রবার রাতে খুন হয়েছেন। বাড়ির সামনে তাঁকে কাছ থেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনার তদন্তের মাঝে গোপালের পুত্র গুঞ্জনের হত্যাকাণ্ড আবার চর্চায় উঠে এসেছে। ছ’বছর আগে গোপালের মতোই তাঁর পুত্র গুঞ্জনকে খুন করা হয়েছিল। গোপালের মতো ঠিক একই কায়দায় খুন করা হয়েছিল গুঞ্জনকে। ঘটনাচক্রে, গুঞ্জনও সেই সময়ে ছিলেন বিজেপির নেতা।
পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালের ডিসেম্বরে হাজিপুরে তাঁদের তুলোর কারখানার সামনে খুন হয়েছিলেন গুঞ্জন। আততায়ীরা বাইকে করে এসে তাঁকে গুলি করে খুন করে। গুঞ্জন সেই সময় বিজেপির ক্ষুদ্রশিল্প সেলের রাজ্য আহ্বায়ক। হাজিপুরের কাছে পাসওয়ান চওকের কাছে তাঁকে ঘিরে ধরে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় গুঞ্জনের গাড়ির চালকও আহত হয়েছিলেন। এর আগেও ২০১৬ সালে গুঞ্জনের উপর প্রাণঘাতী হামলা হয়। সেই সময় তিনি বরাতজোরে বেঁচে গিয়েছিলেন।
পুত্রের মৃত্যুর পর দল এবং ব্যবসার কাজকর্ম থেকে কিছু দিন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন গোপাল। গুঞ্জনের কাকা রাম খেমকা টাইমস অফ ইন্ডিয়া-কে বলেন, ‘‘গুঞ্জনের দেহ পার্টি অফিসে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু আমরা তাতে রাজি হইনি। গুঞ্জন দলের জন্য সারা দিনে ৩-৪ ঘণ্টা সময় দিত। তার পরেও দলের কোনও শীর্ষ নেতা বা মন্ত্রী কেউ এই হত্যাকাণ্ড নিয়ে সরব হননি।’’
গুঞ্জন খুনের ছ’বছর পর একই কায়দায় খুন হতে হল তাঁর ব্যবসায়ী বাবা তথা বিজেপি নেতা গোপালকে। বাড়ি থেকে ৩০০ মিটার দূরে তাঁকে গুলি করে খুন করা হয়। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আততায়ীদের খোঁজ চলছে।