Narendra Modi-Nitish Kumar

বিহারকে কত টাকা, বৈঠকে মোদী-নীতীশ

সম্প্রতি হিজাব বিতর্কে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী নীতীশ। সেই বিতর্কের আবহে আজকের সফর ছিল তাৎপর্যপূর্ণ। নীতীশের সঙ্গে প্রধানমন্ত্রীর আধ ঘণ্টার বৈঠকে ছিলেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধরি ও জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন সিংহ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৪
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার, নয়াদিল্লিতে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার, নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

বিহারে ফের মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজ প্রথম বার দিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে দেখা করলেন নীতীশ কুমার। সূত্রের মতে, আগামী দিনে বিহারের উন্নয়ন কী ভাবে হতে পারে এবং তাতে কেন্দ্রের ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা হয়েছেউভয় শিবিরের।

সম্প্রতি হিজাব বিতর্কে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী নীতীশ। সেই বিতর্কের আবহে আজকের সফর ছিল তাৎপর্যপূর্ণ। নীতীশের সঙ্গে প্রধানমন্ত্রীর আধ ঘণ্টার বৈঠকে ছিলেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধরি ও জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন সিংহ। সূত্রের মতে, কেন্দ্রের পক্ষ থেকে বিহারকে কী পরিমাণ আর্থিক সাহায্য আগামী দিনে করা হবে। তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চলতি মাসেই বিহারের উন্নয়নের লক্ষ্যে সাত দফা পরিকল্পনা হাতে নিয়েছে নীতীশের মন্ত্রিসভা। যা বাস্তবে রূপায়ণ করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন এবং যা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়। জেডিইউয়ের এক নেতার কথায়, ‘‘বিহারের উন্নয়নের লক্ষ্যে যে সাত দফা পরিকল্পনা নেওয়া হয়েছে, তার সঙ্গে প্রধানমন্ত্রীও একমত। বিহার যাতে উন্নয়নের প্রশ্নে পরবর্তী ধাপে পৌঁছতে পারে, বিশেষ করে শিল্পায়নের প্রশ্নে বিনিয়োগ আসে সেই বিষয়টিও বৈঠকে আলোচনা হয়েছে।’’ পাশাপাশি মহিলাদের হাতে টাকা তুলে দেওয়ার যে প্রকল্প নীতীশ সরকার হাতে নিয়েছে সেই অর্থ কী ভাবে জোগাড় করা সম্ভব, তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।

আগামী এপ্রিল মাসে বিহারে পাঁচটি রাজ্যসভার আসন খালি হচ্ছে। বিহারে এনডিএ-র যা শক্তি তাতে পাঁচটি আসনই জিততে চলেছে তারা। রাজ্যসভা ছাড়াও বিধান পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ ছাড়া মন্ত্রিসভার সম্প্রসারণ এখনও করেননি নীতীশ। জাতপাতের সমীকরণকে মাথায় রেখে কাদের রাজ্যসভায় পাঠানো হবে আর কাদের মন্ত্রিসভায় নেওয়া হবে তা নিয়েও বিজেপিশীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন নীতীশেরা।

আরও পড়ুন