Bihar's AI video Controversy

মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে এ বার এআই ভিডিয়ো কংগ্রেসের! ‘রুচি’ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি

অভিযোগ, সম্প্রতি বিহার প্রদেশ কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে মোদী এবং তাঁর প্রয়াত মাসে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪
Bihar Congress posts AI video allegedly mocking PM Narendra Modi’s mother

(বাঁ দিকে) প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরাবেন, নরেন্দ্র মোদী (বাঁ দিকে)। ছবি: এক্স থেকে।

আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেনের নাম করে বিতর্কিত প্রচারের অভিযোগ উঠল। তাৎপর্যপূর্ণ ভাবে সেই বিহারে। এই ঘটনায় বিজেপির অভিযোগের তিরও আবার সেই কংগ্রেসের দিকেই!

Advertisement

সম্প্রতি বিহার প্রদেশ কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি। ওই ৩৬ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীকে স্বপ্নে তিরস্কার করছেন এক বৃদ্ধা (যাঁর চেহারা প্রয়াত হীরাবেনের মতো)। বলছেন, ‘‘বাবা নরেন। ভোটের জন্য আর কতটা নীচে নামবে। প্রথমে তুমি আমাকে নোটবন্দির লাইনে দাঁড় করালে। তার পর আমাকে প্রণাম করারও রিল বানালে। এ বার বিহারে আমার নামে রাজনীতি শুরু করলে! অপমানজনক পোস্টার-ব্যানার বানালে!”

ওই ভিডিয়োটির নীচে লেখা হয়, ‘‘সাহেবের মা তাঁর স্বপ্নে এসেছেন। দেখুন কেমন মজাদার কথা হল!’’ প্রসঙ্গত, গত মাসে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনে (এসআইআর) অনিয়মের প্রতিবাদে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিহারের দ্বারভাঙায় রাহুলের যাত্রা পৌঁছনোর কয়েক ঘণ্টা আগে তাঁকে স্বাগত জানাতে রাস্তার ধারে বানানো কংগ্রেসের একটি মঞ্চ থেকে মোদীর মায়ের নামে কুকথা বলা হয়েছিল বলে অভিযোগ। প্রতিবাদে, পটনা, কলকাতা-সহ বিভিন্ন রাজ্যে প্রদেশ কংগ্রেসের দফতরে হামলা চালিয়েছিলেন বিজেপি কর্মীরা।

সেই ঘটনাকে সামনে রেখে বিহারে ধারাবাহিক ভাবে প্রচার চালাচ্ছে বিজেপি। লক্ষ্য, মাস দুয়েক পরের বিধানসভা নির্বাচন। সেই ঘটনা নিয়েই খোঁচা দেওয়ায় এ বারও কড়া প্রতিক্রিয়া এসেছে পদ্ম-শিবির থেকে। দলের সাংসদ রাধামোহন দাস আগরওয়াল বলেন, ‘‘দেশের সমস্ত মা-বোনেদের অপমান করছে কংগ্রেস।’’ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘বার বার জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পর, মরিয়া কংগ্রেস। বিকৃত মানসিকতা নিয়ে, প্রতিদিনই নীচে নামার নতুন রেকর্ড স্থাপন করতে শুরু করেছে তারা।’’

Advertisement
আরও পড়ুন