Brinda Karat

দুই শাসককে তোপ বৃন্দাদের

জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে রবিবার থেকে তিন দিনের ৩০তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৭
গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলন উপলক্ষে সমাবেশে বৃন্দা কারাট। রানি রাসমণি অ্যাভিনিউয়ে।

গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলন উপলক্ষে সমাবেশে বৃন্দা কারাট। রানি রাসমণি অ্যাভিনিউয়ে। নিজস্ব চিত্র ।

বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘অপশাসনে’র অভিযোগ তুলে দেশ এবং রাজ্যে নারী নিরাপত্তা, ভোটাধিকার রক্ষার দাবিতে বুথে স্তরে লড়াইয়ের ডাক দিল সিপিএমের গণসংগঠন মহিলা সমিতি। জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে রবিবার থেকে তিন দিনের ৩০তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে। এর আগে এ দিন ধর্মতলায় প্রকাশ্য সমাবেশ থেকে নারী নিরাপত্তার প্রশ্নে কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন বাম-নেত্রী বৃন্দা কারাট, সংগঠনের সাধারণ সম্পাদক মরিয়ম ধওয়লে, রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়, জাহানারা খানেরা। সম্মেলন নগর, কক্ষের নামকরণ করা হয়েছে যথাক্রমে প্যালেস্টাইনের সংহতিতে এবং আর জি কর-কাণ্ডে নিহতের স্মৃতিতে। সম্মেলন মঞ্চ করা হয়েছে শিবানী ভৌমিক, লক্ষ্মীমণি বন্দ্যোপাধ্যায়ের নামে।

আরও পড়ুন