Disabled Minors Assaulted at Dehradun School

দেহরাদূনের স্কুলে দুই প্রতিবন্ধী নাবালককে যৌন হেনস্থা, সিগারেটের ছেঁকা! ধৃত পরিচারক

নির্যাতিত দুই শিশুর বয়স যথাক্রমে ৯ ও ১৩। দু’জনেই অটিজ়মের শিকার। তাদের মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার ২৯ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের গাজিপুর জেলার বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৫:১৯
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রতিবন্ধী দুই নাবালককে মারধর ও যৌন হেনস্থার অভিযোগ উঠল উত্তরাখণ্ডে। সম্প্রতি উত্তরাখণ্ডের দেহরাদূনের একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে স্কুলেরই পরিচারককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দেহরাদূনের ওই স্কুলের এক পরিচারকের বিরুদ্ধে সম্প্রতি দুই প্রতিবন্ধী নাবালক ছাত্রকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগ ওঠে। নির্যাতিত দুই শিশুর বয়স যথাক্রমে ৯ ও ১৩। দু’জনেই অটিজ়মের শিকার। তাদের মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার ২৯ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের গাজিপুর জেলার বাসিন্দা। কর্মসূত্রে দেহরাদূনের কার্গি চক এলাকায় থাকতেন তিনি। কাজ করতেন প্রতিবন্ধী শিশুদের স্কুলে। অভিযোগ, সেখানেই দুই ছাত্রকে মারধর এবং যৌন নির্যাতন করেছিলেন তিনি। শুধু তা-ই নয়, দুই নাবালককে জ্বলন্ত সিগারেটের ছেঁকাও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা আইন (পকসো)-র একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলাটি সম্পর্কে শিশুকল্যাণ কমিটিকেও জানানো হয়েছে বলে পিটিআই সূত্রে খবর। ওই স্কুল থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ-সহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। তদন্তের স্বার্থে স্কুলের বাকি পড়ুয়া ও কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন