Doda Accident

জম্মু-কাশ্মীরের ডোডায় গাড়ি দুর্ঘটনায় আহত ১০ সেনাকর্মী কেমন আছেন, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

বৃহস্পতিবার রাতে আহতদের চিকিৎসা এবং তাঁদের শারীরিক অবস্থা সংক্রান্ত বিষয় জানিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০৩:৫৩

ছবি: পিটিআই।

বৃহস্পতিবার দুপুরে জম্মু-কাশ্মীরের ডোডায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি সেনার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জওয়ানের। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার রাতে আহতদের চিকিৎসা এবং তাঁদের শারীরিক অবস্থা সংক্রান্ত বিষয় জানিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

Advertisement

তিনি লেখেন, “সকল আহতদের এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এবং আল্ট্রাসাউন্ড রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করা হয়। দু’জনের আঘাতের পরিমাণ অল্প হলেও বাকি আট জন গুরুতর জখম হয়েছেন।” তিনি তাঁর পোস্টে জানান, আট জনেরই শরীরে একাধিক হাড় ভেঙেছে, ফুসফুসে সমস্যা-সহ শিরদাড়ায় আঘাত পাওয়া গিয়েছে। আহত প্রত্যককে আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে। দু’জনের অস্ত্রোপচার চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ডোডা জেলার ভদ্রওয়াহ এলাকায় ভারতীয় সেনার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। সেনা সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িতে অন্তত ২০ জন সেনাকর্মী ছিলেন। পথে ভদ্রওয়াহ-চম্বা সড়কের উপর খন্নী টপে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে কোনও ভাবে খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় সেনা ও পুলিশের যৌথদল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান শুরু হয়। এখনও পর্যন্ত ১০ জন জওয়ানের দেহ পাওয়া গিয়েছে। গাড়িতে থাকা বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বিমানে করে উধমপুর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা চিকিৎসাধীন।

Advertisement
আরও পড়ুন