Kuno Cheetah

কুনোয় বৃদ্ধি পেল চিতার সংখ্যা! পাঁচ শাবকের জন্ম দিল নিরভা, আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে

ভারতে এখন চিতার সংখ্যা ৩১। তার মধ্যে কুনো উদ্যানে রয়েছে ২৯টি। ১০টি পূর্ণাঙ্গ বয়স্ক চিতা এবং ১৯টি শাবক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১১:৩৪
image of cheetah

কুনো জাতীয় উদ্যানে সদ্যোজাত শাবকেরা। ছবি: ভিডিয়ো থেকে।

কুনো জাতীয় উদ্যানে বৃদ্ধি পেল চিতার সংখ্যা। পাঁচটি শাবকের জন্ম দিয়েছে নিরভা। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে সাড়ে পাঁচ বছর বয়সে আনা হয়েছিল তাকে। গত বছর দু’টি শাবকের জন্ম দিয়েছিল সে। কিন্তু তারা বাঁচেনি। এ বার তাই অনেক বেশি সাবধানী কর্তৃপক্ষ। চিতার বংশবৃদ্ধির বিষয়টিকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চিতা সংরক্ষণ শুরু হয়েছে ভারতে।

Advertisement

নিরভার সন্তানপ্রসবের কথা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি লেখেন, ‘‘চিতা প্রকল্পের সাফল্য আসলে ভারতের জীববৈচিত্র্যকেই তুলে ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলকে পৌঁছচ্ছে ভারত।’’ কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৫ এপ্রিল পাঁচটি শাবকের জন্ম দিয়েছে নিরভা। রবিবার পশু চিকিৎসকেরা তাদের ভিডিয়ো সংগ্রহ করার পরে শাবকদের অস্তিত্ব নিয়ে নিশ্চিত হয়েছেন কর্তৃপক্ষ।

ভারতে এখন চিতার সংখ্যা ৩১। তার মধ্যে কুনো উদ্যানে রয়েছে ২৯টি। ১০টি পূর্ণাঙ্গ বয়স্ক চিতা এবং ১৯টি শাবক। কুনো থেকেই দু’টি পুরুষ চিতা প্রভাস এবং পবককে সম্প্রতি মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারণ্যে পাঠানো হয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ চিতা আনা হয়েছিল কুনো জাতীয় উদ্যানে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল কুনোয়।

Advertisement
আরও পড়ুন