Maoists in Chhattisgarh

ছত্তীসগঢ়ের সুকমায় মাওবাদীদের পোঁতা বোমায় মৃত্যু হল এএসপির! গুরুতর জখম আরও তিন পুলিশকর্মী

সুকমার পুলিশ সুপার কিরণ চবন আকাশের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, রাজ্যের মাওবাদবিরোধী প্রচেষ্টায় বড়সড় সাফল্যের মাত্র কয়েক দিন পরেই এই ঘটনা ঘটল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১২:২১
নিহত এএসপি আকাশ রাও।

নিহত এএসপি আকাশ রাও। — ফাইল চিত্র।

ছত্তীসগঢ়ের সুকমায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সুকমার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আকাশ রাওয়ের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার মৃত্যু হয়েছে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও তিন পুলিশকর্মী।

Advertisement

রবিবার কোন্টা-এরাবোর সড়কের কাছে দোন্দ্রা এলাকায় টহল দিচ্ছিলেন চার পুলিশকর্মী। এএসপি আকাশ ছাড়াও দলে ছিলেন কোন্টার এসডিওপি, কোন্টা থানার স্টেশন হাউস অফিসার-সহ আরও তিন পুলিশকর্মী। মঙ্গলবার মাওবাদী সংগঠনগুলির ডাকা দেশব্যাপী বন্‌ধের আগে কোন্টা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে টহল দিচ্ছিলেন তাঁরা। সে সময়েই মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হন আকাশ। জখম হন বাকিরাও। আহতদের সকলকে দ্রুত উদ্ধার করে কোন্টা হাসপাতালে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য আকাশকে রায়পুরে স্থানান্তরিত করার কথাও ভাবা হচ্ছিল। কিন্তু তার আগেই মৃত্যু হয় তাঁর।

সুকমার পুলিশ সুপার কিরণ চবন আকাশের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, রাজ্যের মাওবাদবিরোধী প্রচেষ্টায় বড়সড় সাফল্যের মাত্র কয়েক দিন পরেই এই ঘটনা ঘটল। গত ২৭ মে সুকমায় মাওবাদীদের ১ নম্বর ব্যাটালিয়নের চার সদস্য-সহ মোট ১৮ জন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এ ছাড়া, বিজাপুরে গত তিন দিন ধরে চলা যৌথবাহিনীর অভিযানে অন্তত সাত মাওবাদীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন সিপিআই (মাওবাদী)-র দুই শীর্ষনেতা— কেন্দ্রীয় কমিটির নেতা সুধাকর এবং তেলঙ্গানা রাজ্য কমিটির নেতা ভাস্কর।

Advertisement
আরও পড়ুন