Cloudburst in Uttarakhand

মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান! ফের বিপর্যয় উত্তরাখণ্ডে, কাদাস্রোতে ভেসে গেল বাড়ি, মহকুমাশাসকের বাসভবনও

উত্তরাখণ্ডের থরালি এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি ভেসে গিয়েছে। স্থানীয় চেপদাঁও বাজারে এক জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ০৯:১৯
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলি জেলার একাংশ।

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলি জেলার একাংশ। ছবি: সংগৃহীত।

মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান। এ বার বিপর্যয় উত্তরাখণ্ডে। শুক্রবার মধ্যরাতে সে রাজ্যের চামোলি জেলার থরালী এলাকায় এই ঘটনা ঘটে। কাদাস্রোতে ভেসে যায় দোকানঘর, বাড়ি। এমনকি ভেসে যায় মহকুমাশাসকের বাসভবনও। জল এবং কাদাস্রোতের চাপে বহু বাড়ি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের ভিতর অনেকে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সাগওয়ারা গ্রামে ধ্বংসস্তূপে চাপা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

Advertisement

থরালী এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি ভেসে গিয়েছে। স্থানীয় চেপদাঁও বাজারে এক জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ আধিকারিক, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। পরিস্থিতির উপর তিনি নিয়মিত নজর রাখছেন বলেও জানিয়েছেন ধামী।

গত ৫ অগস্ট উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার হর্ষিল উপত্যকায় ১২৬০০ ফুট উঁচু থেকে ঘণ্টায় ৪৩ কিলোমিটার গতিতে নেমে এসেছিল হড়পা বান। মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট ভয়ানক সেই হড়পা বান ৩০ সেকেন্ডে ধরালী গ্রামের বেশির ভাগ গ্রাস করে নেয়। শুধু ধরালীই নয়, পাশের গ্রাম হর্ষিলের অনেকাংশই হড়পা বানের গ্রাসে চলে গিয়েছিল। ওই বিপর্যয়ে চার জনের মৃত্যু হয়। ৪২ জনের খোঁজ পাওয়া যায়নি। পরে বহু মানুষকে উদ্ধারও করা হয়। সম্প্রতি জানা গিয়েছে, ৫ অগস্ট বিপর্যয়ের দিন, একটি নয়, পর পর ছ’টি হড়পা বান নেমে এসেছিল কয়েক ঘণ্টার ব্যবধানে।

শনিবারও উত্তরাখণ্ডের দেহরাদূন, রুদ্রপ্রয়াগ, চামোলি, উত্তরকাশীতে বজ্রবিদ্যৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সে রাজ্যের পিথোরাগড়ে ভূমিধসের আশঙ্কায় সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন